
চোট থাকায় হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। কিন্তু তাঁর রিজার্ভ বেঞ্চে বসে থাকা নিয়ে হংকং ও চিনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশও করছেন ফুটবলপ্রেমীরা। বাধ্য হয়েই আয়োজকরা টিকিটের অর্থের অর্ধেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চবে তাতেও ক্ষোভ কমছে না। অভিযোগ করা হচ্ছে, বেজিংকে বিড়ম্বনায় ফেলার লক্ষ্যেই হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বিদেশি ষড়যন্ত্রের অঙ্গ হিসেবেই খেলেননি বলেও অভিযোগ করা হচ্ছে। হংকং একাদশের বিরুদ্ধে না খেললেও, কয়েকদিন পরেই টোকিওতে খেলেন মেসি। এতে হংকং ও চিনে ক্ষোভ বেড়েছে।
মেসির উপর ক্ষুব্ধ হংকংয়ে ম্যাচের আয়োজকরা
মেসির খেলা দেখার জন্য হংকংয়ের ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু মেসি না খেলায় হতাশ হন দর্শক ও আয়োজকরা। ক্ষোভ সামাল দেওয়ার জন্যই টিকিটের অর্ধেক মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রকাশনা ও লাইফস্টাইল কোম্পানি ট্যাটলার এশিয়ার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হয়েছে, ‘রবিবারের ম্যাচে মেসির বেঞ্চে থাকা অত্যন্ত দুঃখের ও হৃদয়বিদারক ঘটনা। মেসির অনুরাগীরা এই ঘটনায় হতাশ। হংকংয়ে এই ম্যাচ দেখতে যান ৪০,০০০ দর্শক। টিকিটের দাম বেশ চড়া ছিল। দর্শকদের একাংশ প্রতিটি টিকিটের জন্য প্রায় ৫,০০০ হংকং ডলার (৬৪০ মার্কিন ডলার) করে দেন। সব টিকিটেরই অর্ধেক অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এই সমস্যা মেটানোর জন্য হংকং সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে।’
মেসির সমালোচনায় হংকং সরকার
চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে হংকং একাদশের বিরুদ্ধে মেসির না খেলা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। হংকং সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার আশা করে ইন্টার মায়ামির পক্ষ থেকে হংকংয়ের নাগরিকদের এবং এই ম্যাচ দেখতে আসা ফুটবলপ্রেমীদের যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেওয়া হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: আর্থিক সমস্যায় জেরবার, মেসির সঙ্গে চুক্তি স্থগিত বাইজুসের
Cristiano Ronaldo-Lionel Messi: 'বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে পুরস্কার,' রোনাল্ডোর মন্তব্যে বিতর্ক
Lionel Messi: ১৩ বছর পর ফের কলকাতায় আসবেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া?