কোচ বদলের সিদ্ধান্ত, আগামী মরসুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল

গত কয়েক মরসুম ধরেই ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স অব্যাহত। ক্লাবে চলছে চূড়ান্ত ডামাডোল। কর্মকর্তাদের সঙ্গে ইনভেস্টরদের মতবিরোধ, দলের ব্যর্থতায় বিরক্ত, হতাশ সমর্থকরা।

Web Desk - ANB | Published : Mar 23, 2023 7:15 PM IST

পাশের ক্লাব আইএসএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। এবার গোষ্ঠ পাল সরণিতে এসেছে আইএসএল খেতাব। সেখানে গত কয়েক বছর ধরে লেসলি ক্লডিয়াস সরণিতে শুধুই অন্ধকার। ব্যর্থতার কানাগলি থেকে বেরোতেই পারছে না ইস্টবেঙ্গল। প্রতি মরসুম শেষেই ইনভেস্টর সংস্থার সঙ্গে কর্মকর্তাদের মতবিরোধ, দলগঠনে বিলম্ব এবং কোনওরকমে দল গড়ে খেলতে নেমে খারাপ পারফরম্যান্স। আইএসএল-এ লাল-হলুদের ক্ষেত্রে এটা যেন নিয়ম হয়ে গিয়েছে। এবারও সেই আশঙ্কায় সমর্থকরা। ইনভেস্টর সংস্থা অবশ্য আগামী মরসুমে ভালো দল গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বৃহস্পতিবার ছিল বহু প্রতীক্ষিত বোর্ড মিটিং। এই বৈঠকের দিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত মিটিং হল। এরপর এক বিবৃতিতে ইনভেস্টর সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সর্বসম্মতভাবে আগামী মরসুমে শক্তিশালী দল গড়া এবং ঠিকমতো অর্থ বিনিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল যাতে সেরা পারফরম্যান্স দেখাতে পারে, তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি কারই আমাদের লক্ষ্য। এর প্রথম পদক্ষেপ হিসেবে আগামী মরসুমে নতুন কোচ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এফএসডিএল-কে চিঠি লিখে আইএসএল-এ ফের ড্রাফটিং প্রসেস চালু করার অনুরোধ জানানো হবে। সেটা হলে ক্লাব ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার সুযোগ পাবে। বেশিরভাগ ভারতীয় ফুটবলারই বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে আমাদের কাছে ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার সুযোগ কম। ২০১৭ সালে যখন বেঙ্গালুরু এফসি আইএসএল-এ যোগ দেয়, তখন ড্রাফটিং হয়েছিল। আমাদের অনুরোধ, ফের ড্রাফটিং হোক। শনিবার ক্লাবে কার্যনির্বাহী কমিটির পরবর্তী বৈঠক। সেই বৈঠকে আমরা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

এবারের আইএসএল-এ ২০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে ছিল ইস্টবেঙ্গল। ২০ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পেয়েছে এবং ১৩ ম্যাচে হেরে যায় লাল-হলুদ। ড্র একটি ম্যাচে। কোচ স্টিফেন কনস্টানটাইনকে নিয়ে শুরু থেকেই বিরক্ত ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কোচের বিভিন্ন সিদ্ধান্ত, প্রথম একাদশ নির্বাচন, ফুটবলার পরিবর্তন সমর্থকদের খুশি করতে পারেনি। স্টিফেনের উপর বিরক্ত বেশিরভাগ ফুটবলার। এই পরিস্থিতিতে ক্লাব ম্যানেজমেন্টও আর এই ব্রিটিশ কোচের উপর আস্থা রাখতে পারল না। সুপার কাপের পরেই ছাঁটাই হচ্ছেন স্টিফেন। ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ কে হবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন-

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মায়ানমারকে ১-০ হারিয়ে দিল ভারত

'গোলন্দাজ' রবার্ট লেওয়ানডস্কি! দেবের ছবির পোস্টার নকল স্পেনের লা লিগার

'স্বপ্নে দেখেছিলাম মোহনবাগান জিতছে' মোহনবাগানের সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী

Share this article
click me!