বেঙ্গালুরু এফসি-র জয়যাত্রা থামিয়ে আইএসএল ফাইনালে জয় আসবে, আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান

চলতি মরসুমের আইএসএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি-ও পরপর ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে। গোয়ায় ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

২০১৫ সালে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবার সেই বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধেই আইএসএল ফাইনালে খেলতে নামছে এটিকে মোহনবাগান। ২০২০-২১ মরসুমের আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে রানার্স হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। এবার আর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বেঙ্গালুরু এফসি দুরন্ত ছন্দে। একসময় লিগ টেবলে শেষের দিকে থাকলেও, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু। তবে সুনীল ছেত্রীরা যতই ছন্দে থাকুন না কেন, তাঁদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মেরিনার্সরা। বৃহস্পতিবার আইএসএল ফাইনাল খেলতে গোয়া উড়ে গেল এটিকে মোহনবাগান দল। এদিন সকালেও অনুশীলন করেন হুগো বুমোস, দিমিত্রিয়স পেট্রাটসরা। শুক্রবার গোয়ায় চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবেন তাঁরা। এরপর শনিবার ফাইনাল।

আইএসএল ফাইনাল খেলতে যাওয়ার জন্য কলকাতা ছাড়ার আগে এটিকে মোহনবাগানের পক্ষে ভালো খবর, চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন উইঙ্গার আশিক কুরুনিয়ান। তিনি ফাইনালে খেলতে পারবেন। চলতি মরসুমের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে এসেছেন আশিক। ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই উঙ্গার। কলকাতা ছাড়ার আগে আশিক বলেছেন, 'চোটের জন্য সেমি ফাইনালের দুই লেগেই খেলতে পারিনি। ফাইনালে খেলার সুযোগ পেলে সর্বশক্তি দিয়ে দলকে জেতানোর চেষ্টা করব।'

Latest Videos

সবুজ-মেরুনের নির্ভরযোগ্য ডিফেন্ডার শুভাশিস বসু বলেছেন, 'ডার্বির পর থেকে আমরা প্রতিটি ম্যাচই ফাইনাল মনে করে খেলছি। ড্রেসিংরুমে ডু অর ডাই শপথ নিয়ে খেলতে নেমেছি আমরা। আমরা এভাবে খেলে সাফল্যও পেয়েছি। এবার শেষ লড়াই। ফাইনালের রেজাল্ট বেরোবে। সেটাতে আমাদের পাশ করতেই হবে। এবারের আইএসএল-এ আমরা ১২ ম্যাচে গোল খাইনি। আশা করি শনিবার ১৩ নম্বর ম্যাচ গোল না খেয়ে শেষ করব। আমি গোল না খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে। আমি নিশ্চিত, আমরাই চ্যাম্পিয়ন হব।'

প্রতিপক্ষ বেঙ্গালুরু সম্পর্কে শুভাশিস বলেছেন, 'বেঙ্গালুরু খুব ভালো খেলছে। ওদের দলে এমন কয়েকজন ফুটবলার আছে যারা খেলা ধরতে পারে, গোলের মুখ খুলতে পারে। সবাই সুনীল ছেত্রী, রয় কৃষ্ণর কথা বললেো, আমার মতে ওদের সেরা ফুটবলার জাভি হার্নান্ডেজ। তবে আমাদের শক্তি দলগত সংহতি, শেষপর্যন্ত লড়াই করার ক্ষমতা। এর আগেও আইএসএল ফাইনাল খেলেছি কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ করতে চাই।'

আরও পড়ুন-

লিওনেল মেসিকে বছরে ১৯৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল

সহজেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ, নাপোলি

হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury