ফের ডার্বির রং হবে সবুজ-মেরুন, আত্মবিশ্বাসী হুগো বুমোস, দিমিত্রয়স পেট্রাটসরা

Published : Feb 24, 2023, 07:00 PM IST
ATK Mohun Bagan

সংক্ষিপ্ত

শনিবার ফের কলকাতা ডার্বি। ফের জয়ের লক্ষ্যে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএল-এ এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পয়েন্ট পায়নি ইস্টবেঙ্গল। সব ম্যাচেই জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

কলকাতা ডার্বির ইতিহাসে অনেক বিদেশি ফুটবলারই প্রথম ম্যাচ খেলতে নেমে নায়ক হয়ে গিয়েছেন। উদাহরণ কম নেই। শনিবার কি তেমন কিছু দেখা যাবে? এবারই প্রথম কলকাতা ডার্বি খেলতে নামবেন এটিকে মোহনবাগানে সদ্য যোগ দেওয়া মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো ডেমানোভিচ। শনিবার যদি তিনি প্রথম একাদশে থাকেন, তাহলে লাল-হলুদ স্ট্রাইকার ক্লেইটন সিলভা, জেক জার্ভিসকে সামলাতে হবে। ক্লেইটনের বিরুদ্ধে আগেও খেলেছেন। ডেমানোভিচের দাবি, তিনি ক্লেইটনকে গোল করতে দেবেন না। একাধিক ডার্বিতে ডিফেন্ডারের গোলে জয় পেয়েছে লাল-হলুদ বা সবুজ-মেরুন শিবির। এবারও কি তেমন কিছু হবে? ২০০৯ থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন ডেমানোভিচ। তিনি এখনও পর্যন্ত মাত্র ৫ গোল করেছেন। শনিবার ষষ্ঠ গোল পেলে তাঁর ভালোই লাগবে। সবুজ-মেরুন জনতাও খুশি হবে। ডার্বি নিয়ে সদস্য-সমর্থকদের আবেগের কথা জানেন মন্টেনেগ্রোর এই ডিফেন্ডার। শনিবার সবার মুখে হাসি ফোটানোই তাঁর লক্ষ্য।

ডার্বিতে বাগানের অপর এক ভরসা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রয়স পেট্রাটস। এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে ১৮ ম্যাচ খেলে ৮ গোল করেছেন এই স্ট্রাইকার। শনিবারও গোল করে দলকে জেতানোই তাঁর লক্ষ্য। ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। সেখানে লিগ টেবলে ১০ নম্বরে ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও লাল-হলুদ ব্রিগেডকে হাল্কাভাবে নিচ্ছেন না পেট্রাটস। তিনি জানিয়েছেন, নিজে গোল পাবেন কি না সেটা নিয়ে ভাবার বদলে দলের জয় নিয়েই ভাবছেন।

সবুজ-মেরুন শিবিরের দুই বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটাল ও শুভাশিস বসুও দলের অন্যতম ভরসা। ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন এই দুই ডিফেন্ডার। শুভাশিস এখনও পর্যন্ত ডার্বি হারেননি। শনিবারও তিনি দলকে জেতানোর লক্ষ্যেই মাঠে নামবেন। প্রীতমও ফের ডার্বি জিততে তৈরি।

চলতি মরসুমে সবুজ-মেরুন শিবিরের প্রধান ভরসা ফরাসি তারকা হুগো বুমোস। এই ফুটবলার যে কয়েকটি ম্যাচে চোট বা কার্ড সমস্যায় খেলতে পারেননি সেই ম্যাচগুলিতেই সমস্যায় পড়েছে দল। শনিবার অবশ্য খেলবেন বুমোস। তিনি এর আগেও ডার্বি খেলেছেন, গোল করে দলকে জিতিয়েছেন। এবারও দলকে ৩ পয়েন্ট এনে দেওয়াই তাঁর লক্ষ্য।

ডার্বির আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। সেই জয়ই দলের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। কেরালার বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। প্লে-অফের আগে ডার্বি জিতে মনোবল বাড়িয়ে নেওয়াই হুয়ান ফেরান্দোর দলের লক্ষ্য।

আরও পড়ুন-

শনিবার ডার্বিতে ৩ পয়েন্টের লক্ষ্যেই খেলবে দল, জানালেন ইস্টবেঙ্গল কোচ

নিয়ম মেনেই সংশ্লিষ্ট সবপক্ষকে কলকাতা ডার্বির টিকিট পাঠানো হয়েছে, দাবি ইস্টবেঙ্গলের

হকির ডার্বি ঘিরে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, আক্রান্ত সাংবাদিকরা

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?