শনিবার ডার্বিতে ৩ পয়েন্টের লক্ষ্যেই খেলবে দল, জানালেন ইস্টবেঙ্গল কোচ

কলকাতা ডার্বি জেতা অভ্যাসে পরিণত করে ফেলেছে এটিকে মোহনবাগান। টানা সাতটি ডার্বির রং হয়েছে সবুজ-মেরুন। শনিবার কি এটিকে মোহনবাগানের জয়রথ থামাতে পারবে ইস্টবেঙ্গল? আশাবাদী কোচ স্টিফেন কনস্টানটাইন।

আর ২৪ ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে কলকাতা ডার্বি। আইএসএল-এর দ্বিতীয় লেগে এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম লেগে সহজ জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। এবার কি ঘুরে দাঁড়াতে পারবে লাল-হলুদ? ম্যাচের আগের দিন কোচ স্টিফেন কনস্টানটাইন বললেন, 'এই ম্যাচের জন্য আমাদের যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই তৈরি হয়েছি। আমাদের দল ভালো খেলছে। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। শনিবার আমরা ৩ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামব।' ডার্বির আগে লিগ টেবলে ১০ নম্বরে ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে পয়েন্ট ১৯। জয় এসেছে ৬ ম্যাচে, হার ১২ ম্যাচে। তারপরেও নিজেদের সফল বলেই মনে করেন লাল-হলুদ কোচ। তাঁর বক্তব্য, 'প্রথম দিন অনুশীলনে মাত্র ১২ জন ফুটবলারকে পেয়েছিলাম। কোথা থেকে শুরু করেছিলাম আর আজ আমরা কোথায় দাঁড়িয়ে সেটা দেখতে হবে। আমরা অনেক ম্যাচেই ভালো খেলেছি। প্রথম ৬ দলের মধ্যে থাকার জন্য উপযুক্ত পরিকল্পনা, প্রস্তুতি দরকার। সুপার কাপ ও পরের মরসুমের জন্য আমাদের ভিত মজবুত করতে পেরেছি।'

পরপর ডার্বি হেরে চলেছে ইস্টবেঙ্গল। এটা কি দলকে চাপে রাখবে? স্টিফেন বলছেন, 'গত কয়েকটি ম্যাচে কী হয়েছে সেটা ভেবে কিছু করতে পারব না। এবার আমরা ৩ পয়েন্টের জন্যই খেলব। আমাদের দল ভালো খেলছে। আশা করি জয় পাব। ডার্বিতে কোনও দলই এগিয়ে থাকে না। এটা আলাদা ম্যাচ। তাই কোনও দল এগিয়ে আছে বা পিছিয়ে আছে বলা যাবে না। ওদের দলে কে আছে, কে নেই সেটা নিয়ে আমি ভাবছি না। আমি শুধু নিজের দলের প্রস্তুতি নিয়েই ভাবছি।'

Latest Videos

ইস্টবেঙ্গল কোচ আরও বললেন, 'আমাদের দল উন্নতি করছে। গত তিন-চারটি ম্যাচে আমরা ভালো খেলছি। ফুটবলাররা সবাই বুঝতে পারছে মাঠে নেমে কী করতে হবে। আশা করি ডার্বিতেও ভালো খেলবে দল।'

লাল-হলুদ রক্ষণের অন্যতম ভরসা কিরিয়াকু বললেন, 'ডার্বিতে লিগ টেবলে অবস্থানের কোনও গুরুত্ব নেই। কোন দল এই ম্যাচ জেতার জন্য বেশি আগ্রহী সেটাই আসল। আমার বন্ধুরা মুম্বইয়ে ছিল। আমার মা ডার্বি দেখতে এসেছেন। আশা করি আমরা এই ম্যাচে জয় পাব।'

কিরিয়াকুকে এবারের আইএসএল-এ বিভিন্ন পজিশনে ব্যবহার করেছেন স্টিফেন। ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কিরিয়াকু। শনিবারও ভালো খেলাই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন-

নিয়ম মেনেই সংশ্লিষ্ট সবপক্ষকে কলকাতা ডার্বির টিকিট পাঠানো হয়েছে, দাবি ইস্টবেঙ্গলের

ডার্বিতে ক্লেইটন সিলভাকে গোল করতে দেবেন না, চ্যালেঞ্জ স্লাভকো ডেমানোভিচের

হকির ডার্বি ঘিরে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, আক্রান্ত সাংবাদিকরা

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও