-1677391074860.jpg)
গত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক নেই। তবে ভারতীয় ফুটবলের সব খবরই রাখেন বেলজিয়ামের কোচ ফিলিপ ডিরাইডার। শনিবার কলকাতা ডার্বিও দেখেছেন। কলকাতায় থাকলেও স্টেডিয়ামে অবশ্য যাননি। টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন। ম্যাচ দেখে এটিকে মোহনবাগানকে কৃতিত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ। তাঁর মতে, যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সোশ্যাল মিডিয়ায় ডিরাইডার লিখেছেন, ‘বাংলার ডার্বি দেখার জন্য আমি কলকাতায় ছিলাম। তবে আমি স্টেডিয়ামে যাইনি। আমার স্টেডিয়ামে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিতর্ক এড়াতেই আমি স্টেডিয়ামে যাইনি। ম্যাচ দেখে আমার মনে হয়েছে, মোহনবাগানের জয় প্রাপ্য ছিল। ওরা ২-০ জিতেছে। ওদের দল খুব ভালো খেলেছে। ওদের খেলার ধরন খুব ভালো। ওদের খেলা ভালো লেগেছে আমার। ইস্টবেঙ্গলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দলের খেলা সম্পর্কে একই কথা বলতে পারছি না। প্রথম ৬ মিনিট ছাড়া বাকি সময়ে ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল। এই ম্যাচে হাই প্রেসিং ফুটবল খেলা দরকার ছিল। সেটা করতে পারল না ইস্টবেঙ্গল।’
ডিরাইডার আরও লেখেন, ‘ম্যাচ দেখে আমার ভালো লেগেছে। ভালো ডার্বি হল। সব ফুটবলপ্রেমীকে শুভেচ্ছা জানাচ্ছি। এক অপরের সঙ্গে ঝগড়া-মারামারি এড়িয়ে চলুন। আপনাদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আছে।’
আইএসএল-এ কলকাতা ডার্বিতে এখনও পর্যন্ত জয় পায়নি ইস্টবেঙ্গল। পরপর জিতে যাচ্ছে এটিকে মোহনবাগান। এবারের আইএসএল-এ প্রথম লেগে ২-০ জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচেও প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ জিতে নেয় এটিকে মোহনবাগান। শনিবারও ঠিক সেটাই হল। প্রথমার্ধে সবুজ-মেরুন ব্রিগেডের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন লাল-হলুদ জার্সিধারীরা। গোলের সুযোগও আসে। ১৭ মিনিটে মোবাশির রহমানের থ্রু থেকে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ভি পি সুহের। তিনি যদি এই সুযোগ কাজে লাগাতে পারতেন তাহলে কী হত বলা কঠিন, কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে আধিপত্য বিস্তার করে এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে স্লাভকো ডেমানোভিচ প্রথম গোল করার পর আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। ৯০ মিনিটে দ্বিতীয় গোল করে সবুজ-মেরুনের জয় নিশ্চিত করেন দিমিত্রিয়স পেট্রাটস।
ইস্টবেঙ্গলের দুই স্ট্রাইকার ক্লেইটন সিলভা ও জেক জার্ভিস ডার্বিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। বিশেষ করে জার্ভিস পুরোপুরি নিষ্প্রভ ছিলেন। তার ফলেই এটিকে মোহনবাগানের জয় সহজ হয়ে যায়।
আরও পড়ুন-
East Bengal Vs ATK Mohun Bagan: নতুন নায়ক স্লাভকো দামানোভিচ, ফের ডার্বি জয় সবুজ-মেরুনের
বিশ্বের অন্যতম সুন্দরী ফুটবলার, সোশ্যাল মিডিয়া সেনসেশন আলিশা লেম্যান
মেসি, বুসকেটসকে দলে নিতে আগ্রহী ইন্টার মায়ামি, জানালেন কোচ ফিল নেভিল