Kolkata Derby Updates: যুবভারতীতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধ গোলশূন্য

লিগ টেবলে চতুর্থ স্থানে থাকা এটিকে মোহনবাগানের সঙ্গে দশম স্থানে থাকা ইস্টবেঙ্গলের লড়াই। লিগ টেবলে অবস্থান যাই হোক না কেন, বাঙালির আবেগের বড় ম্যাচ সবসময় আলাদা।

Web Desk - ANB | Published : Feb 25, 2023 1:15 PM IST / Updated: Feb 25 2023, 08:23 PM IST

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ডার্বির প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হল। ম্যাচের শুরুতে এটিকে মোহনবাগানেরই আক্রমণ বেশি ছিল। তবে খেলা যত গড়ায়, ইস্টবেঙ্গলও পাল্টা লড়াই করতে থাকে। ৫ মিনিটে কর্নার থেকে ফাঁকায় বল পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে দেন সবুজ-মেরুন অধিনায়ক প্রীতম কোটাল। পরের মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। কিন্তু মোবাশির রহমানের শট এমন জায়গায় যায় যেখানে কোনও ফুটবলার ছিলেন না। ফলে সুযোগ নষ্ট হয়। ১১ মিনিটে বক্সের ঠিক বাইরে আশিক কুরুনিয়ানকে ফাউল করেন লালচুংনুঙ্গা। ফ্রি-কিক পায় এটিকে মোহনবাগান। তবে দিমিত্রিয়স পেট্রাটসের শট বারের উপর দিয়ে চলে যায়। ১৭ মিনিটে ম্যাচের সহজতম সুযোগ পান ভি পি সুহের। মাঝমাঠ থেকে বক্সে থ্রু বাড়ান মোবাশির। সেই বল ধরেও শট নিতে ব্যর্থ হন সুহের। ১৯ মিনিটে লালচুংনুঙ্গার মাথার উপর দিয়ে পেট্রাটসের জন্য বল সাজিয়ে দেন হুগো বুমোস। কিন্তু ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিংকে একা পেয়েও গোলে বল রাখতে পারেননি অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। ২৮ মিনিটে বক্সের মধ্যে সুহেরের মাইনাস থেকে নাওরেম মহেশ সিংয়ের শট বারের উপর দিয়ে উড়ে যায়। ৩৪ মিনিটে আশিস রাইয়ের জোরালো শট সেভ করে দেন কমলজিৎ। ফলে কোনও দলই এখনও পর্যন্ত গোল করতে পারল না।

ইস্টবেঙ্গল সমর্থকরা এই ম্যাচ বয়কট করার ডাক দেন। বেশিরভাগ সমর্থকই বয়কটের ডাকে সাড়া দেন। গ্যালারিতে এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য নির্দিষ্ট অংশ অনেকটাই ভর্তি থাকলেও, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নির্দিষ্ট আসনের বেশিরভাগই ফাঁকা ছিল। অন্য সময় কলকাতা ডার্বি মানেই বিশাল পতাকা, টিফো, পোস্টার দেখা যায়। কিন্তু শনিবার ইস্টবেঙ্গল গ্যালারিতে সেসব কিছুই ছিল না।

Latest Videos

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- কমলজিৎ সিং, সার্থক গলুই,  লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি, ভি পি সুহের, অ্যালেক্স লিমা, মোবাশির রহমান, নাওরেম মহেশ সিং, জেক জার্ভিস ও ক্লেইটন সিলভা। ৪-৪-২ ফর্মেশনে শুরু করে ইস্টবেঙ্গল। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যাঁরা প্রথম একাদশে ছিলেন এদিন তাঁদেরই শুরু থেকে খেলার সুযোগ দেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।

এটিকে মোহনবাগানের প্রথম একাদশ- বিশাল কাইথ, আশিস রাই, প্রীতম কোটাল, স্লাভকো দামানোভিচ, শুভাশিস বসু, ফেডেরিকো গ্যালেগো, গ্লেন মার্টিনস, মনবীর সিং, হুগো বুমোস, আশিক কুরুনিয়ান ও দিমিত্রিয়স পেট্রাটস। ৪-২-৩-১ ফর্মেশনে শুরু করে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে প্রথম ডার্বি খেলতে নেমেছেন উরুগুয়ের গ্যালেগো ও মন্টেনেগ্রোর দামানোভিচ।

আরও পড়ুন-

বিশ্বের অন্যতম সুন্দরী ফুটবলার, সোশ্যাল মিডিয়া সেনসেশন আলিশা লেম্যান

মেসি, বুসকেটসকে দলে নিতে আগ্রহী ইন্টার মায়ামি, জানালেন কোচ ফিল নেভিল

যে কোনও দলকে হারাতে পারে ম্যান ইউ, বার্সার বিরুদ্ধে জয়ের পর বার্তা কোচের

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা