মেসি, বুসকেটসকে দলে নিতে আগ্রহী ইন্টার মায়ামি, জানালেন কোচ ফিল নেভিল

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর থেকেই লিওনেল মেসিকে নিয়ে বিভিন্ন ক্লাবের মধ্যে টানাটানি শুরু হয়ে গিয়েছে। একাধিক ক্লাব এই তারকাকে দলে নিতে আগ্রহী।

এ বছরের জুনে প্যারিস সাঁ জা-র সঙ্গে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পিএসজি-র পক্ষ থেকে চুক্তির মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হলেও, মেসি এখনও পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হননি। তাঁর পিএসজি ছাড়ার জল্পনা বাড়ছে। এরই মধ্যে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির কোচ ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ফিল নেভিল জানিয়ে দিলেন, তিনি মেসি ও স্পেনের তারকা সার্জিও বুসকেটসকে দলে নিতে আগ্রহী। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেভিল বলেছেন, 'আমি যে লিওনেল মেসিকে দলে নিতে চাই, সে কথা অস্বীকার করব না। এ ব্যাপারে যে জল্পনা চলছে, তা সত্যি। আমি মেসি ও সার্জিও বুসকেটসকে দলে নিতে চাই। আমি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করছি। সার্জিও র‍্যামোস, দানি আলভেজ, রবার্ট লেওয়ানডস্কি, উইলিয়ান, সেস ফ্যাব্রেগাস, লুই সুয়ারেজের মতো ফুটবলারদের দলে নেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের দলে খেলেছে গঞ্জালো হিগুয়েন ও ব্লাইস মাতাউদি। এবার ইউরোপের ক্লাব ফুটবল থেকে অবসর নেওয়া কয়েকজন তারকাকে দলে পেতে পারি আমরা।'

ইন্টার মায়ামির কোচ আরও বলেছেন, ‘আমরা এই ক্লাবে বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে আসতে চাই। মেসি ও বুসকেটস গত কয়েক বছর ধরে অসাধারণ ফুটবল খেলছে। ওরা বাকি সবার চেয়ে আলাদা। ওরা এই বয়সেও অসাধারণ ফুটবল খেলছে। ওরা এলে আমাদের দল উপকৃত হবে। এর ফলে মেজর লিগ সকারও বদলে যাবে।’

Latest Videos

প্যারিস ও বার্সেলোনার সংবাদমাধ্যমগুলিতে মেসির দলবদল নিয়ে নানা খবর দেখা যাচ্ছে। বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ ও বর্তমান কোচ জাভি হার্নান্ডেজ প্রকাশ্যে বলেছেন, মেসি যদি পুরনো ক্লাবে ফেরেন, তাহলে তিনি খুশিই হবেন। ক্যাম্প ন্যু থেকেই পেশাদার ফুটবলার হিসেবে মেসির যাত্রা শুরু। ফলে তিনি বার্সায় ফিরলে সবাই খুশি হবেন। তবে মেসিকে দলে ফেরানোর ক্ষেত্রে বার্সার বাধা অর্থ। পিএসজি-তে খেলে যে পরিমাণে অর্থ পাচ্ছেন মেসি, বার্সায় ফিরলে সেই পরিমাণে অর্থ পাবেন না। তার তুলনায় মায়ামিতে গেলে অনেক বেশি আর্থিক লাভ হবে মেসির। সেই কারণে তাঁর মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে। ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের সঙ্গে মেসির সম্পর্ক বেশ ভালো। এই সম্পর্কই কাজে লাগানোর চেষ্টা করছে মেজর লিগ সকারের দলটি।

আরও পড়ুন-

শনিবার কলকাতা ডার্বি, এটিকে মোহনবাগানের জয়রথ থামাতে মরিয়া ইস্টবেঙ্গল

যে কোনও দলকে হারাতে পারে ম্যান ইউ, বার্সার বিরুদ্ধে জয়ের পর বার্তা কোচের

মেসির জন্য দরজা খোলা, বার্তা প্রাক্তন সতীর্থ ও বার্সেলোনার কোচ জাভির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari