ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর থেকেই সাফল্য পাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। স্বভাবতই খুশি কোচ এরিক টেন হ্যাগ। তিনি দলকে আরও সাফল্য এনে দিতে চাইছেন।
উয়েফা ইউরোপা লিগে নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগে পিছিয়ে পড়েও বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬-য় পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-০। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রং বদলে যায়। ৪৭ মিনিটে গোল করে সমতা ফেরান ফ্রেড। এরপর ৭৩ মিনিটে জয়সূচক গোল করেন অ্যান্টনি। ক্যাম্প ন্যু-তে প্রথম লেগ ২-২ গোলে শেষ হয়েছিল। এবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে জয় পাওয়ার সুবাদে ৪-৩ গোলে জয় পেয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল ম্যান ইউ। এই জয়ের পর ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ বলেছেন, 'একটি নির্দিষ্ট পরিকল্পনা যেমন গড়ে তুলতে হয়, তেমনই বিশ্বাস গড়ে তোলার জন্য ভালো ফলও দরকার। আমরা সেই লক্ষ্যের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। আমরা যখন বার্সেলোনাকে হারাতে পেরেছি, তখন যে কোনও দলকেই হারাতে পারি। ইউরোপের অন্যতম সেরা দল বার্সেলোনা। এবার আমরা যে কোনও দলের বিরুদ্ধেই জয় পেতে পারি।'
ম্যান ইউ কোচ আরও বলেছেন, ‘আমরা এই ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছি। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বার্সা। সেই দলকে আমরা হারিয়ে দিলাম। আমরা এই সপ্তাহেই লিভারপুলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছি। আমরা চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছি। আমাদের দলে কয়েকজন অসাধারণ ব্য়কিত্ব আছে। ডেভিড (ডে গিয়া) থেকে শুরু করে রাফা (রাফায়েল ভারান), লিশা (মার্টিনেজ), ক্যাসেমিরো, ব্রুনোরা (ফার্নান্ডেজ) আছে। দলের সবাই লড়াই করতে পারে। যারা পরিবর্ত হিসেবে খেলতে নামছে তারা ম্যাচের পরিস্থিতি বদলে দিচ্ছে। যারা প্রথম একাদশে থাকছে না, পরিবর্ত হিসেবে খেলতে নামছে,তারা অনেক ম্যাচেরই রং বদলে দিয়েছে।’
বার্সেলোনা কোচ জাভি এই হারের পর বলেছেন, ‘গত বছর আমরা ইউরোপে লড়াই করতে পারিনি। এ বছর আমরা দেখিয়ে দিয়েছি, ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ওদের মাঠে লড়াই করেছি। আমরা ইন্টার মিলানের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেও ভালো খেলেছি। আগামী বছর আমাদের আরও ভালো খেলতে হবে। আমরা পরের মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাব। গত বছর আমরা মন্থর গতিতে শুরু করেছিলাম। কিন্তু এ বছর আমরা সব দলের বিরুদ্ধেই লড়াই করেছি। আগামী মরসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
আরও পড়ুন-
অনায়াসে ২০২৪ ইউরো কাপ খেলতে পারতেন, সার্জিও র্যামোসের অবসরে ব্যথিত সারা বিশ্বের অনুরাগীরা
মেসির জন্য দরজা খোলা, বার্তা প্রাক্তন সতীর্থ ও বার্সেলোনার কোচ জাভির
ফের চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, লিভারপুলকে ৫-২ উড়িয়ে হুঙ্কার বেঞ্জেমার