Kolkata Derby: ৩-১ গোলে কলকাতা ডার্বি জয়, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে সবুজ-মেরুন

বড় ম্যাচ যেমন নায়কের জন্ম দেয় তেমনই আবার খলনায়কও তৈরি করে। রবিবার যেমন ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খলনায়ক হয়ে গেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা।

কলকাতা ডার্বিতে ৩-১ গোলে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল অ্যান্টনিও লোপেজ হাবাসের দল। ১৭ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট পেল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, এদিন হারের ফলে ১৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ৩-০ এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দল আর গোল করতে না পারায় কিছুটা অখুশি হতে পারেন মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা। অন্যদিকে, দল দ্বিতীয়ার্ধে লড়াই করে ব্যবধান কমাতে পারায় কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা বিশাল ব্যবধানে হারের লজ্জার আশঙ্কায় ছিলেন। সেটা এদিন হয়নি।

টার্নিং পয়েন্ট পেনাল্টি মিস

Latest Videos

ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছিল ইস্টবেঙ্গল। ১২ মিনিটে বক্সের মধ্যে ক্লেইটন সিলভাকে ধাক্কা মেরে ফেলে দেন মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথ। পেনাল্টি দেন রেফারি। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্লেইটন। তাঁর শট সেভ করে দেন বিশাল। এরপরেই ম্যাচ থেকে হারিয়ে যায় লাল-হলুদ। ২৭ মিনিটে প্রথম গোল করেন জেসন কামিংস। এরপর ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি পায় মোহনবাগান সুপার জায়ান্ট। বক্সের মধ্যে নন্দকুমার শেখরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান সাহাল আবদুল সামাদ। পেনাল্টি দেন রেফারি। গোল করেন দিমিত্রি পেট্রাটস। ৫৩ মিনিটে ব্যবধান কমান সল ক্রেসপো।

এবারের মরসুমে কলকাতা ডার্বির লড়াইয়ের ফল ২-২

ডুরান্ড কাপে গ্রুপের ম্যাচে ১-০ জয় পায় ইস্টবেঙ্গল। এরপর ডুরান্ড কাপ ফাইনালে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। কলিঙ্গ সুপার কাপে ৩-১ জয় পায় ইস্টবেঙ্গল। আইএসএল-এ প্রথম লেগের ম্যাচ ২-২ ড্র হয়। এবার জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: মেসির কথা বলতেই থমকে গেল হামাস জঙ্গি, নিশ্চিত মৃত্যু এড়ালেন আর্জেন্টিনার বৃদ্ধা

Lionel Messi: নিলামে উঠছে বার্সেলোনায় লিওনেল মেসির প্রথম চুক্তিপত্র ঐতিহাসিক 'ন্যাপকিন'

Cristiano Ronaldo: ১-২ মরসুম পরেই অবসর নিচ্ছেন রোনাল্ডো? বান্ধবীর মন্তব্যে জল্পনা

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News