এবারই প্রথম আইএসএল-এ খেলছে মহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারল না সাদা-কালো ব্রিগেড।
শনিবার আইএসএল-এ ঐতিহাসিক দিন ছিল। এই লিগের ইতিহাসে প্রথমবার একই দিনে কলকাতার তিন দল খেলতে নেমেছিল। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মহামেডান স্পোর্টিংকে ৩-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করলেন জেমি ম্যাকলারেন, শুভাশিস বসু ও গ্রেগ স্টেওয়ার্ট। প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। এরপর দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। ব্যবধান বাড়াতে না পারলেও, জয় পেয়ে খুশি সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, এবারই প্রথম আইএসএল-এ খেলতে নেমে শুরুট ভালো করলেও, এদিন হেরে গিয়ে বড় ধাক্কা খেল সাদা-কালো শিবির।
সমর্থকদের মন জয় ম্যাকলারেনের
শনিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৮ মিনিটে প্রথম গোল করেন ম্যাকলারেন। এরপর ৩১ মিনিটে ব্যবধান বাড়ান শুভাশিস। ৫ মিনিট পর তৃতীয় গোল করেন স্টেওয়ার্ট। ৩৬ মিনিটের মধ্যে ৩ গোল করে ফেলে ম্যাচ পকেটে পুরে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর আরও গোল চাইছিলেন সমর্থকরা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। যদিও কলকাতা ডার্বিতে ৩ গোলে জয় যথেষ্ট আনন্দের। এই ম্যাচে মহামেডান স্পোর্টিং লড়াই করবে বলে অনেকে আশা করেছিলেন। ম্যাচের আগে মোহনবাগানকে কটাক্ষও করেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তা। কিন্তু মাঠের লড়াইয়ে সাদা-কালো ব্রিগেডকে টেক্কা দিল সবুজ-মেরুন ব্রিগেড।
হোসে মলিনাকে নিয়ে সমালোচনা থামবে?
কার্লেস কুয়াদ্রাতের মতোই হোসে মলিনাকেও কলকাতা থেকে বিদায় নিতে হবে বলে গড়ের মাঠে জল্পনা শুরু হয়েছিল। তবে এদিন মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট জয় পাওয়ায় আপাতত হয়তো কোচকে নিয়ে আর কোনও আলোচনা হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কোচ বদলেও ফল বদলাল না, আইএসএল-এ টানা চতুর্থ ম্যাচে হার ইস্টবেঙ্গলের
ইরানে খেলতে না গিয়ে কড়া শাস্তির মুখে মোহনবাগান, মাসুল দিতে হবে ভারতীয় ফুটবলকে?
জাতীয় দলের পর দেশের সেরা লিগেও সর্বাধিক গোল, অনন্য উচ্চতায় সুনীল ছেত্রী