Mohun Bagan Super Giant: নাটকীয় ম্যাচে শেষমুহূর্তে গোল হজম, চেন্নাইয়িনের কাছে হার মোহনবাগানের

Published : Mar 31, 2024, 09:42 PM ISTUpdated : Mar 31, 2024, 10:11 PM IST
Chennaiyin FC

সংক্ষিপ্ত

আইএসএল-এ বেশ কিছুদিন পর খেলতে নেমে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-কে টেক্কা দিতে পারল না অ্যান্টনিও লোপেজ হাবাসের দল।

তীব্র উত্তেজনা, পরতে পরতে নাটক, পট পরিবর্তন। রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ও চেন্নাইয়িন এফসি ম্যাচের শেষ কয়েক মিনিটের খেলা দেখতে দেখতে দর্শকরা বারবার উত্তেজিত হয়ে উঠছিলেন। কাদের দখলে ম্যাচ যাবে, সেটা শেষ মিনিটের আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না। শেষপর্যন্ত অবশ্য ৩ পয়েন্ট নিশ্চিত করে ফেলল চেন্নাইয়িন এফসি। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান সবুজ-মেরুনের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটস। কিন্তু তারপরেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে জয় পেলে মুম্বই সিটি এফসি-কে টপকে লিগ টেবলের শীর্ষে পৌঁছে যেত মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু হেরে দ্বিতীয় স্থানেই থেকে গেল সবুজ-মেরুন। ম্যাচের ফল ৩-২। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে প্রথম গোল করেন জনি কাউকো। চেন্নাইয়িনের গোলদাতা জর্ডন মারে, রায়ান এডওয়ার্ডস ও ইরফান ইয়াডওয়াড।

এগিয়ে গিয়েও হার মোহনবাগানের

এই ম্যাচের ২৯ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন কাউকো। প্রথমার্ধে আর গোল হয়নি। ফলে জয়ের আশায় ছিল সবুজ-মেরুন জনতা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে যায়। ৭২ মিনিটে সমতা ফেরান মারে। এরপর ৮০ মিনিটে ব্যবধান বাড়ান এডওয়ার্ডস। সবুজ-মেরুন শিবিরে যখন হারের আশঙ্কা চেপে বসছিল, সেই সময় সমতা ফেরান দিমিত্রি। কিন্তু এর ৩ মিনিটের মধ্যে চেন্নাইয়িনের জয় নিশ্চিত করেন পরিবর্ত ইরফান। তিনি ৮৮ মিনিটে মারের পরিবর্তে মাঠে নামার ১০ মিনিটের মধ্যে জয়সূচক গোল করেন।

মুম্বইয়ের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে মোহনবাগান

১৯ ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ শীর্ষে মুম্বই সিটি এফসি। ১৯ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

All India Football Federation: মহিলা ফুটবলারদের নির্যাতন, গ্রেফতার এআইএফএফ কর্তা

Lionel Messi: মেসির কথা বলতেই থমকে গেল হামাস জঙ্গি, নিশ্চিত মৃত্যু এড়ালেন আর্জেন্টিনার বৃদ্ধা

Lionel Messi: নিলামে উঠছে বার্সেলোনায় লিওনেল মেসির প্রথম চুক্তিপত্র ঐতিহাসিক 'ন্যাপকিন'

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?