Mohun Bagan Super Giant: চড়া উত্তেজনার ম্যাচে ৬ লাল কার্ড, চলতি আইএসএল-এ প্রথম হার মোহনবাগানের

এবারের আইএসএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। তবে বৃহস্পতিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বিশেষ সুবিধা করতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড।

Soumya Gangully | Published : Dec 20, 2023 4:22 PM IST / Updated: Dec 20 2023, 11:27 PM IST

মুম্বই সিটি এফসি-৩, মোহনবাগান সুপার জায়ান্ট ৩। না, গোলের হিসেব নয়, লাল কার্ডের হিসেব। বুধবার মুম্বই ফুটবল এরিনায় লাল কার্ডের ছড়াছড়ি দেখা গেল। মুম্বই সিটি এফসি ম্যাচ শেষ করল ৮ জনে খেলে। সবুজ-মেরুনও ম্যাচ শেষ করল ৮ জনে খেলে। ৩ জন লাল কার্ড দেখলেও, ২-১ গোলে ম্যাচ জিতে নিল মুম্বই সিটি এফসি। এবারের আইএসএল-এ প্রথম ম্যাচ হারল মোহনবাগান সুপার জায়ান্ট। এই হারের ফলে ৮ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে থাকল সবুজ-মেরুন। অন্যদিকে, মুম্বই সিটি এফসি-ও ৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় ৪ নম্বরে মুম্বই।

চড়া উত্তেজনার ম্যাচ

Latest Videos

বুধবার মুম্বই ফুটবল এরিনায় ম্যাচের শুরু থেকেই তীব্র উত্তেজনা ছিল। ১৩ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন মুম্বইয়ের আকাশ মিশ্র। এরপর ২৫ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস। ৪৪ মিনিটে সমতা ফেরান মুম্বইয়ের তারকা গ্রেগ স্টুয়ার্ট। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন সবুজ-মেরুনের তারকা আশিস রাই। ৫৭ মিনিটে লাল কার্ড দেখেন লিস্টন কোলাসো। ফলে ৯ জনে হয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এর সুযোগ নিয়ে ৭৩ মিনিটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন ২০২১ সালে আইএসএল ফাইনালে সবুজ-মেরুনের বিরুদ্ধেই জয়সূচক গোল করা বিপীন সিং থুনাওজম। ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন স্টুয়ার্ট। ফলে চাপে পড়ে যায় মুম্বই। তবে সমতা ফেরাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। সংযোজিত সময়ের ১০ মিনিটে লাল কার্ড দেখেন মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিং ও সবুজ-মেরুনের হেক্টর ইয়ুস্তে।

শনিবার মোহনবাগান-গোয়া লড়াই

শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলের শীর্ষে গোয়া। ফলে ঘরের মাঠে ম্যাচ হলেও, সবুজ-মেরুনের লড়াই সহজ হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: মুম্বইয়ের সঙ্গে গোলশূন্য ড্র, সাহস দেখাতে পারল না ইস্টবেঙ্গল

AFC Cup: মাজিয়ার কাছে হার মোহনবাগানের, বসুন্ধরাকে হারিয়ে নক-আউটে ওড়িশা এফসি

East Bengal: ছন্দে ইস্টবেঙ্গল, যুবভারতীতে পঞ্চবাণে চূর্ণ নর্থ ইস্ট ইউনাইটেড

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু