Indian Super League: আইএসএল-এর বিড তুলল না কোনও সংস্থাই! টুর্নামেন্ট হবে তো? অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোহনবাগানের অনুশীলন

Published : Nov 08, 2025, 10:04 AM ISTUpdated : Nov 08, 2025, 10:32 AM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

Indian Super League: শুক্রবারই ছিল বিড জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনও সংস্থা আইএসএল আয়োজন করার জন্য কোনওরকম আগ্রহ দেখায়নি। ফলে, পরের মরশুমে আদৌ এই মেগা প্রতিযোগিতা আয়োজন করা যাবে কি না, সেটাই নিশ্চিত নয়।

Indian Super League: আইএসএল নিয়ে ফের অনিশ্চয়তার কালো মেঘ। টুর্নামেন্ট আদৌ হবে তো (indian super league 2025)? বিড জমা দেওয়ার জন্য আরও দু-দিন অপেক্ষা করা হলেও, কোনও সংস্থাই প্রতিযোগিতা আয়োজনের জন্য কোনও বিড জমা দিল না (indian super league controversy)। 

আইএসএল আয়োজন করতে কেউ আগ্রহী হলেন না

কারণ, শুক্রবারই ছিল বিড জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনও সংস্থা আইএসএল আয়োজন করার জন্য কোনওরকম আগ্রহ দেখায়নি। ফলে, পরের মরশুমে আদৌ এই মেগা প্রতিযোগিতা আয়োজন করা যাবে কি না, সেটাই নিশ্চিত নয়। 

তারই মাঝে আবার সিনিয়র দলের অনুশীলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল মোহনবাগান। প্রসঙ্গত, আইএসএল নিয়ে একাধিক আলোচনা হয়েছে, পর্যবেক্ষণ করা হয়েছে গোটা বিষয় এবং তারপর সময়সীমা বৃদ্ধির পরেও, আইএসএল আয়োজন করতে কেউ আগ্রহী হলেন না।

একটা সময় ভাবা হচ্ছিল, এফএসডিএলই হয়ত বিড জমা দেবে। কারণ, গত ১৫ বছর ধরে তারাই এই টুর্নামেন্ট আয়োজন করেছে। কিন্তু তারা কোনওরকম আগ্রহ দেখায়নি এই বিষয়ে। অন্যদিকে, গত ১৬ অক্টোবর, বিডের আহ্বান জানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 

কেউ আগ্রহী হচ্ছেনা কেন? 

ব্রডকাস্ট রাইটস এবং স্পনসরশিপ সহ আইএসএল-এর বিজনেস অপারেশনস সামলানোর জন্য সংস্থাগুলির থেকে দরপত্র চাওয়া হয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের উপস্থিতিতে একটি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে বৈঠক আয়োজন করা হয়। সেখানে এফএসডিএল ছাড়াও তিনটি সংস্থা প্রথমে আগ্রহ দেখায়। 

তবে প্রাথমিকভাবে আগ্রহ দেখানোর পরেও, কোনও সংস্থাই শেষপর্যন্ত বিড জমা দেয়নি। শুধু তাই নয়, স্বার্থের সংঘাতের জেরে একটি সংস্থাকে বাতিল করে ফেডারেশন। আসলে বিনিয়োগকারী সংস্থার জন্য যে আর্থিক মাপকাঠি এআইএফএফ-এর তরফ থেকে রাখা হয়েছে, তাতে কেউ আগ্রহী হচ্ছেনা বলে সূত্রের খবর। প্রতি বছর ৩৭.৫ কোটি টাকা অথবা লাভের ৫% (যেটি বেশি হবে) সেটা চাওয়া হয়েছিল। সঙ্গে আছে ১৫ বছরের জন্য চুক্তি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?