
Indian Super League: চলতি মরসুমে কি আইএসএল আয়োজন করতে পারবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন? (All India Football Federation) শুক্রবার রাত পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আইএসএল আয়োজন অনিশ্চিত। আগামী মাসেই এফএসডিএল-এর (Football Sports Development Limited) সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই চুক্তি নবীকরণের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনও সংস্থাও আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে চাইছে না। আইএসএল আয়োজনের দায়িত্ব কোনও সংস্থাকে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন। কিন্তু কোনও সংস্থাই আগ্রহ দেখাল না। ১৬ অক্টোবর রিকোয়েস্ট ফর প্রোপোজাল (Request for Proposal) দেয় এআইএফএফ। প্রাথমিকভাবে ৫ নভেম্বরের মধ্যে বিড জমা দিতে বলা হয়েছিল। কিন্তু কোনও সংস্থাই এগিয়ে না আসায় দু'দিন সময় বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু শুক্রবারও কোনও সংস্থা বিড জমা দিল না। ফলে এবার ফেডারেশন কোন পথে হাঁটবে, তা স্পষ্ট নয়।
২০১৪ সাল থেকে গত মরসুম পর্যন্ত আইএসএল আয়োজন করেছে এফএসডিএল। এবার এই সংস্থা সরে যাচ্ছে। এআইএফএফ-এর পরিকল্পনা ছিল, নতুন কোনও সংস্থাকে আইএসএল-এর সম্প্রচার, স্পনসরশিপ, ডিজিট্যাল ও মার্চেন্ডাইডিং রাইটস দিতে চেয়েছিল। দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া যাতে ভালোভাবে সম্পন্ন হয়, তার জন্য বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা কেপিএমজি-কে (KPMG) পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। পুরো প্রক্রিয়ার উপর নজর রেখেছিলেন বিচারপতি এল নাগেশ্বর রাও (Justice L. Nageswara Rao)। কিন্তু এত আয়োজন জলে গেল।
গোয়ায় (Goa) সুপার কাপের (AIFF Super Cup 2025-26) সেমি-ফাইনাল ও ফাইনাল বাকি। কিন্তু এই টুর্নামেন্টের পর কী হবে? যে দলগুলি সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে এবং আইএসএল-এর অপেক্ষায় ছিল, তারা এখন কী করবে বুঝতে পারছে না। সবচেয়ে বেশি সমস্যায় ভারতীয় ও বিদেশি ফুটবলাররা। কারণ, তাঁরা ক্লাব থেকে বেতন পাবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।