Mohun Bagan Super Giant: পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে সহজ জয়, মুম্বইকে চাপে রাখল সবুজ-মেরুন

এবারের আইএসএল-এ অন্যতম দুর্বল দল পাঞ্জাব এফসি। এই দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পূর্ণ আধিপত্য নিয়ে খেলল মোহনবাগান সুপার জায়ান্ট। কোনও সমস্যাই হল না।

দিমিত্রি পেট্রাটসের একমাত্র গোলে অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি-কে হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকল সবুজ-মেরুন। ২০ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। তবে তাদের উপর চাপ বজায় রাখল সবুজ-মেরুন। সোমবার ওড়িশা এফসি-র মুখোমুখি হবে মুম্বই। সেই ম্যাচ ড্র হলে খুশি হবে সবুজ-মেরুন শিবির। চলতি আইএসএল-এ লিগ পর্যায়ে মোহনবাগান সুপার জায়ান্টের আর ২ ম্যাচ বাকি। ১১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং ১৫ এপ্রিল ঘরের মাঠে মুম্বইয়ের মুখোমুখি হবে সবুজ-মেরুন। ফলে শেষ ২ ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সবুজ-মেরুনের উজ্জীবিত পারফরম্যান্স

Latest Videos

পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ৩-৪-৩ ফর্মেশনে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম একাদশে ছিলেন বিশাল কাইথ, আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, শুভাশিস বসু, আশিস রাই, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, মনবীর সিং, পেট্রাটস, জনি কাউকো ও জেসন কামিংস। শুরু থেকেই পাঞ্জাব এফসি-র উপর চাপ সৃষ্টি করতে থাকে সবুজ-মেরুন। ৪২ মিনিটে শুভাশিসের শট পাঞ্জাবের রক্ষণে ধাক্কা খেয়ে ফিরে এলে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন পেট্রাটস। এই গোলেই জয় আসে।

দ্বিতীয়ার্ধে ছন্দহীন সবুজ-মেরুন

প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পেট্রাটসরা গোল সংখ্যা বাড়িয়ে নেবেন বলে আশা করছিলেন সমর্থকরা। কিন্তু সেটা হল না। উল্টে পাঞ্জাব এফসি সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। সহজ সুযোগ নষ্ট হয়। দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তায় সবুজ-মেরুন শিবির। পরের ২ ম্যাচ জিততে হলে আরও ভালো পারফরম্যান্স প্রয়োজন। দলে কোনওরকম আত্মতুষ্টি এলে চলবে না। এটা মাথায় রেখেই খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ক্রেসপো, মহেশের জোড়া গোল, ৯ জনের কেরালা ব্লাস্টার্সকে ৪-২ হারাল ইস্টবেঙ্গল

All India Football Federation: মহিলা ফুটবলারদের নির্যাতন, গ্রেফতার এআইএফএফ কর্তা

Mohun Bagan Super Giant: সাদিকু-কামিংস জোড়া ফলায় কেরালা-বধ মোহনবাগান সুপার জায়ান্টের

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari