
Indian Super League: ভারতের মেগা ফুটবল টুর্নামেন্ট আইএসএল-কে ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ। আদৌ কি শুরু হবে এই প্রতিযোগিতা (indian super league issues)? কারণ, বিড জমা দেওয়ার জন্য আরও দু-দিন অপেক্ষা করা হলেও, কোনও সংস্থাই প্রতিযোগিতা আয়োজনের জন্য কোনও বিড জমা দিল না (indian super league controversy)।
এবার এই পরিস্থিতিতে, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। জানা যাচ্ছে, দ্রুত তারা বৈঠক করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চলেছে। তারপর আদালতের তরফ থেকে ঠিক কী কী নির্দেশ আসে, সেটাই এখন দেখার বিষয়।
রবিবার, ফেডারেশনের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে আইএসএল টেন্ডারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। সেখানে ঠিক কী বলা হয়েছে? কমার্শিয়াল রাইটসের জন্য প্রস্তাবের আবেদন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটি এদিন একটি মিটিংয়ে বসে। সেই কমিটিতে আলোচনার পর, প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও পরবর্তী পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্টে তাঁর রিপোর্ট জমা দিতে চলেছেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসএল-এর কর্মাশিয়াল পার্টনার খোঁজার জন্য প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়। তার আগে ফেডারেশনের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, কিছুদিনের মধ্যেই টেন্ডার কমিটি জানাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঠিক কোন পথে যাবে।
এক্ষেত্রে একটা হতে পারে যে, ফের নতুন কোনও শর্ত আরোপ করে আবারও বিড। নাহলে, যেহেতু কোনও সংস্থাই বিডে অংশগ্রহণ করেনি, তাই নতুন করে এফএসডিএল’কেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। এবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেইদিকেই এখন সবার নজর রয়েছে। উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।