East Bengal: 'আমাদের মেয়েদের দেখে আইএসএল-এ সিনিয়র দল উদ্বুদ্ধ হোক,' বার্তা দেবব্রত সরকারের

Published : Apr 11, 2025, 09:53 PM ISTUpdated : Apr 11, 2025, 10:01 PM IST
East Bengal Women

সংক্ষিপ্ত

East Bengal FC: দীর্ঘ ২১ বছর পর জাতীয় পর্যায়ে কোনও লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। নববর্ষের আগে এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছে লাল-হলুদ শিবির। সদস্য-সমর্থকরা সবাই আনন্দে মেতে উঠেছেন।

East Bengal FC: ছেলেদের টানা ব্যর্থতা। একবারও আই লিগ জিততে পারেনি ইস্টবেঙ্গল। আইএসএল-এ রেকর্ড আরও খারাপ। এখনও পর্যন্ত কোনওবার সুপার সিক্সেরই যোগ্যতা অর্জন করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে মুখরক্ষা করলেন মেয়েরা। শুক্রবার ওড়িশা এফসি-কে ১-০ হারিয়ে প্রথমবার ইন্ডিয়ান উইমেনস লিগ জিতল ইস্টবেঙ্গল। আগামী শুক্রবার নিজেদের মাঠে গোকুলাম কেরালার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ। তার আগেই লাল-হলুদ তাঁবুতে ২১ বছর পর জাতীয় পর্যায়ের কোনও লিগ খেতাব আসা নিশ্চিত হয়ে গিয়েছে। পয়লা বৈশাখের আগে এই সাফল্যে ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকদের পাশাপাশি কর্মকর্তারাও উচ্ছ্বসিত। সবারই আশা, মেয়েদের এই সাফল্যের পর এবার ছেলেরাও ভালো পারফরম্যান্স দেখাবেন। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে সুপার কাপ। গতবার এই টুর্নামেন্ট জিতেছিল ইস্টবেঙ্গল। ফের সাফল্যের লক্ষ্যে অস্কার ব্রুজোঁর দল।

ছেলেদের সাফল্য চাইছেন দেবব্রত সরকার

শুক্রবার ইস্টবেঙ্গল মহিলাদের জাতীয় লিগ জেতার পর শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, 'এটা বলার ব্যাখ্যা রাখে না। এটা আমাদের আমজনতা, কোটি কোটি সমর্থকদের হাসি নতুন বছরের আগে তুলে দিল। আমি সর্বপ্রথম কোচ থেকে শুরু করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। ওদের যারা সাপোর্ট করেছে সেই সাপোর্টিং স্টাফদের ধন্যবাদ জানাই। টিমটা যারা গঠন করেছে, যেমন তমাল, রাহুল, ষষ্ঠীদা, দীপ্তেনদা, এঁদেরও ধন্যবাদ জানাই। সবার উপরে যাঁকে ধন্যবাদ না জানালে সবচেয়ে বেশি অপরাধ, সেটা হচ্ছে ইমামি, আমাদের ইনভেস্টর। আদিত্যজি এবং মণীশজি প্রচণ্ডভাবে আমাদের এই মহিলা দলকে সাহায্য করেছেন। ইমামি প্রচণ্ড সহযোগিতা করেছে। সবার একসাথে চলার আমরা ফল পেয়েছি। আমরা আশা করব আগামী বছর অন্তত আমাদের মহিলা দলকে দেখে আমাদের সিনিয়র টিমটা আইএসএল-এ উদ্বুদ্ধ হোক। ওরাও আমাদের এরকম ট্রফি নিয়ে আসুক। অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। আমার মনে হয় মহিলা দল বাকিদের রসদ ও সাহস জোগাবে।'

 

 

কবে চ্যাম্পিয়নদের সংবর্ধনা?

আগামী শুক্রবার নিজেদের মাঠে শেষ ম্যাচে মহিলাদের জাতীয় লিগ জয় উদযাপন করবে ইস্টবেঙ্গল। তবে চ্যাম্পিয়ন দলকে কবে সংবর্ধনা জানানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?