East Bengal: মহিলা দলেরও শক্তি বাড়ানোর পথে ইস্টবেঙ্গল, জাতীয় দলের তারকার সঙ্গে ২ বছরের চুক্তি

Published : Jul 05, 2024, 09:00 PM ISTUpdated : Jul 05, 2024, 09:41 PM IST
Naorem Priyangka Devi

সংক্ষিপ্ত

রাজ্য ও জাতীয় স্তরে পুরুষদের ফুটবলের পাশাপাশি মহিলাদের ফুটবলেও পেশাদার লিগ চালু হয়েছে। মহিলা ফুটবলে অনেক নতুন দল উঠে এসেছে। ইস্টবেঙ্গলও শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে।

পুরুষদের পাশাপাশি মহিলাদের ফুটবলেও শক্তিশালী দল গঠন করছে ইস্টবেঙ্গল। এবারের ইন্ডিয়ান উইমেনস লিগে সাফল্যের লক্ষ্যে জাতীয় দলের তারকা মিডফিল্ডার নাওরেম প্রিয়াঙ্গকা দেবীর সঙ্গে ২ বছরের চুক্তি করল লাল-হলুদ ব্রিগেড। জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান উইমেনস লিগেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নিয়েছেন প্রিয়াঙ্গকা। ২০২২ সালে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলার পর ২০২৩ সালে সেতু এফসি-র হয়ে খেলেন প্রিয়াঙ্গকা। এবার ইন্ডিয়ান উইমেনস লিগের একাধিক ক্লাব এই তারকা মিডফিল্ডারকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে অন্য দলগুলিকে টেক্কা দিয়ে প্রিয়াঙ্গকাকে দলে নিল ইস্টবেঙ্গল। এই মিডফিল্ডারকে দলে পেয়ে শক্তিশালী হয়ে উঠল লাল-হলুদ ব্রিগেড। ২০২৫-২৬ মরসুম শেষ হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকছেন প্রিয়াঙ্গকা। এই তারকা মিডফিল্ডার দলে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি। তাঁরা প্রিয়াঙ্গকাকে দলে স্বাগত জানাচ্ছেন।

ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রিয়াঙ্গকার

ইন্ডিয়ান অ্যারোজের হয়ে পেশাদার ফুটবলে খেলা শুরু করেন প্রিয়াঙ্গকা। এরপর কেরালা ব্লাস্টার্সে যোগ দেন এই মিডফিল্ডার। এই দলের হয়েও ভালো পারফরম্যান্সের পর গত মরসুমে সেতু এফসি-র হয়ে খেলেন প্রিয়াঙ্গকা। ২০২২ সালে ১১ ম্যাচ খেলে ৯ গোল করে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন নির্বাচিত হন এই তরুণী। এবার তিনি ইস্টবেঙ্গলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করছেন সদস্য-সমর্থকরা।

পুরুষদের দলেরও শক্তি বাড়ানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত আইএসএল-এ সাফল্য পায়নি। এই কারণে নতুন মরসুমে শক্তিশালী দল গঠনের চেষ্টা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলের পুরুষদের সিনিয়র দলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত কলকাতায় এসে অনুশীলন শুরু করে দিয়েছেন। তবে সব ফুটবলার এখনও অনুশীলনে যোগ দেননি। সবার কলকাতায় এসে পৌঁছনোর অপেক্ষায় লাল-হলুদ শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohun Bagan Super Giant: 'সবুজ-মেরুন জার্সি পরা সম্মানের,' দল ছেড়ে সমর্থকদের বার্তা জনি কাউকোর

East Bengal: এখনও কলকাতায় এসে পৌঁছননি, তবে প্রস্তুতিতে খামতি নেই হিজাজি মাহেরের, দেখুন ভিডিও

East Bengal: নতুন মরসুমেও ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন, সহকারী মহেশ

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?