বঞ্চনার অভিযোগ চেরনিশভের! ওদিকে মহামেডান সমর্থকরা ছুঁড়লেন বোতল, কড়া বিবৃতি দিল কেরালা

একদিকে তো জেতা ম্যাচ হেরেছে। কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে পরাজিত মহামেডান। তার মধ্যে আবার সমর্থকরা মাঠে বোতল ছুঁড়েছেন।

একদিকে তো জেতা ম্যাচ হেরেছে। কেরালার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে পরাজিত মহামেডান। তার মধ্যে আবার সমর্থকরা মাঠে বোতল ছুঁড়েছেন।

অন্যদিকে, ম্যাচের পর সাদাকালো ব্রিগেডের কোচ কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। তিনি কার্যত, ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চনার অভিযোগ তুললেন এবার। যা নিয়ে খেলা চলাকালীন দর্শকদের মধ্যেও তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

Latest Videos

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলা শেষের পর মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, “আমরা আইএসএল-এর অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা দশ বছরেরও বেশি সময় ধরে এই লিগে খেলছে। ওদের দলে খুব ভালো ভালো ফুটবলার রয়েছে। তা সত্ত্বেও আমরা শুরুটা ভালোই করেছিলাম। ওরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও, প্রথমার্ধে আমরাই পুরো খেলাটা নিয়ন্ত্রণ করেছিলাম এবং গোলও করি।”

এদিকে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি বলে চেরনিশভ বঞ্চনার অভিযোগ তুলছেন। এই ঘটনাটি ঘটে ম্যাচের ৬৬ মিনিটে। তার কিছুক্ষণ পরই একেবারে ফুঁসে ওঠেন মহামেডান সমর্থকরা। মাঠে উড়ে আসতে থাকে জলের বোতল। এমনই সেই কারণে, প্রায় ৮ মিনিট খেলা বন্ধ রাখেন রেফারি।

শুধু তাই নয়, কেরালা ব্লাস্টার্সের সমর্থকদের লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ উঠছে। মহামেডান স্পোর্টিং-এর ফুটবলাররাও চেষ্টা করেন কিশোর ভারতীর জনতাকে শান্ত করার। ফের আবার ম্যাচ শুরু হলেও মহামেডান কিন্তু সমতা ফেরাতে পারেনি।

আর এই ঘটনা নিয়েও এবার বিবৃতি দিল কেরালা ব্লাস্টার্সও। তারা জানিয়ে দিয়েছে, “আমাদের সমর্থকদের উপর আক্রমণের যে খবর এসেছে, তাতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। প্রতিটি ক্লাবেরই দায়িত্ব আছে, অন্য ক্লাবের সমর্থকদের জন্য নিরাপদ পরিবেশের ব্যবস্থা করার। এই ধরনের ঘটনার ফুটবলে কোনও স্থান নেই। ফুটবলার এবং ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News