দলে সমস্যার শেষ নেই, তার মধ্যেই আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে ইতিবাচক ফলের খোঁজে অস্কার

ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কলকাতা ডার্বিতে হেরে গিয়েছেন অস্কার ব্রুজোঁ। দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে লাল-হলুদের নতুন প্রধান কোচ।

শনিবার কলকাতা ডার্বিতে সাইডলাইনে দাঁড়িয়ে দলের দুর্বল দিকগুলি দেখেছেন। তারপর রবিবার ও সোমবার অনুশীলনে দলকে চাঙ্গা করার চেষ্টা করেছেন। মঙ্গলবার আইএসএল-এ নিজেদের ষষ্ঠ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয়ের খোঁজে ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘দলকে কীভাবে গড়ে তুলতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। আমাদের খেলায় আরও ঝাঁঝ আনতে হবে। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আমাদের জয় পেতে হবে। সেকেন্ড বল আমাদের দখলে নিতে হবে। আমাদের রক্ষণ আরও জমাট করতে হবে। আমাদের রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে দূরত্ব কমাতে হবে। সবার আত্মবিশ্বাস ফেরাতে হলে আমাদের ইতিবাচক ফল চাই।’

ইস্টবেঙ্গলের সমস্যা মিটবে?

Latest Videos

ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কলকাতা ডার্বিতে দলের খেলা দেখেছেন। তারপর মাত্র দু'দিন দলকে অনুশীলন করিয়েছেন। এরই মধ্যে দলের সমস্যা ধরে ফেলেছেন অস্কার। তাঁর দলে যে কোনও কিছুই ঠিকমতো হচ্ছে না, সেটা বুঝতে পেরেছেন লাল-হলুদের নতুন প্রধান কোচ। ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে, বিদেশিদের নিয়েও প্রশ্ন উঠছে। অস্কার বুঝে গিয়েছেন, দলকে ছন্দে ফেরাতে হলে তাঁকে অনেক পরিশ্রম করতে হবে।

ওড়িশা এফসি চেনা প্রতিপক্ষ

বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের প্রধান কোচ থাকার সময় এএফসি কাপে ওড়িশা এফসি-কে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অস্কার। ফলে মঙ্গলবারের প্রতিপক্ষ তাঁর অচেনা নয়। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক বদল আনতে পারেন অস্কার। বূাদ পড়তে পারেন ক্লেইটন সিলভা ও হেক্টর ইয়ুস্তে। প্রথম একাদশে আসতে পারেন হিজাজি মাহের। চোটের জন্য খেলতে পারবেন না মার্ক জোথনপুইয়া ও নাওরেম মহেশ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মঙ্গলবার সামনে ওড়িশা এফসি, ডার্বি হারের পরদিনই প্রস্তুতিতে ইস্টবেঙ্গলের নতুন কোচ

কাঁটার উপর দিয়ে পথ চলা শুরু, এই ইস্টবেঙ্গল দল নিয়ে সাফল্য পাবেন অস্কার ব্রুজোঁ?

প্রথম কলকাতা ডার্বিতেই নায়ক জেমি ম্যাকলারেন, ইস্টবেঙ্গলকে ২-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি