IWL 2025-26: সেসা এফসি-র বিরুদ্ধে গোলের বন্যা! ৯-০ গোলে বিধ্বংসী জয় লাল হলুদ ব্রিগেডের

Published : Dec 31, 2025, 12:37 AM IST
IWL 2025-26

সংক্ষিপ্ত

IWL 2025-26: গোটা দলের অসাধারণ পারফরম্যান্স। পুরো ম্যাচেই দাপটের সঙ্গেই ফুটবল খেলে লাল হলুদের মেয়েরা। প্রথম গোল আসে ম্যাচের ৭ মিনিটে। সৌমা গুগুলোথের গোলে খেলায় লিড নেয় ইস্টবেঙ্গল।

IWL 2025-26: ইন্ডিয়ান উইমেন্স লিগে গোলের বন্যা। কার্যত, গোলের ফোয়ারা ছোটাল ইস্টবেঙ্গলের মেয়েরা (isl 2025 26 east bengal)। কল্যাণী স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হয় সেসা এফসি বনাম ইস্টবেঙ্গল। আর সেই ম্যাচেই ৯-০ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড। নিঃসন্দেহে বলা চলে, বছরের শেষটা ভালোই হল (east bengal vs sesa fc)। 

৯-০ গোলে জয় লাল হলুদের

গোটা দলের অসাধারণ পারফরম্যান্স। পুরো ম্যাচেই দাপটের সঙ্গেই ফুটবল খেলে লাল হলুদের মেয়েরা। প্রথম গোল আসে ম্যাচের ৭ মিনিটে। সৌমা গুগুলোথের গোলে খেলায় লিড নেয় ইস্টবেঙ্গল। এরপর ঠিক কয়েক মুহূর্তের অপেক্ষা। খেলার ৯ মিনিটে, ফাজিলা ইকওয়াপুটের গোলে ব্যবধান আরও বাড়ায় ইস্টবেঙ্গল। 

 

 

মাঝমাঠ থেকে আক্রমণভাগ, তখন সবটাই ইস্টবেঙ্গলের দখলে। রীতিমতো খেই হারিয়ে ফেলে সেসা এফসি। ম্যাচের ১৮ মিনিটে, ফের গোল। এবার সুলঞ্জনা রাউল। ইস্টবেঙ্গল তখন ৩-০ গোলে এগিয়ে। 

তারপরেই আবার ফাজিলা ম্যাজিক শুরু। খেলার ২২ মিনিট এবং ২৫ মিনিটে, গোল করে নিজের হ্যাটট্রিকটি করে ফেলেন তিনি। তবে সেখানেই কিন্তু শেষ নয়। এরপর খেলার ৪০ মিনিটে, রেস্টির গোলে ইস্টবেঙ্গল আরও এগিয়ে যায়। ম্যাচের ফলাফল তখন ৬-০। শেষ হয় প্রথমার্ধ। 

পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল লাল হলুদ

দ্বিতীয়ার্ধেও লাল হলুদ ঝড় অব্যাহত ছিল। খেলার ৫৪ মিনিটে, ফের গোল আসে সৌমা গুগুলোথের পা থেকে। ম্যাচের ৭২ মিনিটে, আবার গোল করেন সেই ফাজিলা ইকওয়াপুট। এটি তাঁর এই ম্যাচে চতুর্থ গোল। তবে তারপরেও নাটক বাকি ছিল। ম্যাচের ৮৬ মিনিটে, আবারও গোল করেন সৌমা গুগুলোথ। আর এই গোলের সুবাদেই তিনিও হ্যাটট্রিক পূর্ণ করেন। 

শেষপর্যন্ত, সেসা এফসি-কে ৯-০ গোলে জয় হাসিল করে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান উইমেন্স লিগে অন্যতম বড় জয় লাল হলুদের জন্য। তবে এই ম্যাচে, ইস্টবেঙ্গল ডিফেন্সকে খুব একটা পরীক্ষার সামনে পড়তে হয়নি। আর এই জয়ের ফলে, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল লাল হলুদ ব্রিগেড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Cristiano Ronaldo: ট্রফি খরা কাটাতে মরিয়া 'সিআর৭', ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে টানা ১০টি জয় আল নাসেরের
Football Year 2025: পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়! কেমন গেল ২০২৫? মেসি-রোনাল্ডোর ঝলক