East Bengal: বিমানবন্দরের রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপ জিতে কলকাতায় ইস্টবেঙ্গল

Published : Jan 29, 2024, 04:26 PM ISTUpdated : Jan 29, 2024, 04:53 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

২০১২ সালের সেপ্টেম্বরের পর প্রথম সর্বভারতীয় ট্রফি জিতল ইস্টবেঙ্গল। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় দল সাফল্য পাওয়ায় উচ্ছ্বসিত লাল-হলুদ জনতা।

আশিয়ান কাপ জিতে যখন বাইচুং ভুটিয়া, সুলে মুসা, ডগলাস ডি সিলভা, ষষ্ঠী দুলেরা দমদম বিমানবন্দরে নেমেছিলেন, তখন গভীর রাতেও হাজার হাজার ইস্টবেঙ্গল সমর্থক উৎসব পালন করতে হাজির হয়েছিলেন। সোমবারও একই দৃশ্য দেখা গেল। রবিবারই জানা গিয়েছিল, কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দল সোমবার বিকেলে কলকাতায় ফিরছে। তখন থেকেই ইস্টবেঙ্গল সমর্থকরা প্রিয় দলের তারকাদের স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। সোমবার দুপুর থেকেই ইস্টবেঙ্গল সমর্থকদের দখলে চলে যায় বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। যেদিকেই চোখ যাচ্ছিল শুধু লাল-হলুদ রং। প্রিয় দলের জার্সি পরে, পতাকা হাতে স্লোগান দিচ্ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস দীর্ঘদিন পর দেখা গেল। ২০১৮-১৯ মরসুমে আই লিগে রানার্স হয় ইস্টবেঙ্গল। সেবারও শেষ ম্যাচ খেলে দল যখন কলকাতা ফিরেছিল, তখন কোচ-ফুটবলারদের স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এবার দল চ্যাম্পিয়ন হয়ে ফিরল। সেই কারণে আবেগ, উন্মাদনা অনেক বেশি।

ফের স্বমহিমায় ইস্টবেঙ্গল

গড়ের মাঠের প্রাচীন প্রবাদ, ইস্টবেঙ্গল যেখানেই খেলতে যাক, জেতার লক্ষ্যেই মাঠে নামে। কিন্তু গত ২ দশকে লাল-হলুদের গৌরব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ২০০৪ সালের পর আর সর্বভারতীয় লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল। ২০১২ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম সর্বভারতীয় ট্রফি এল লেসলি ক্লডিয়াস সরণিতে। লাল-হলুদ পরিবারের ছোট্ট সদস্যরা এবারই প্রথম প্রিয় দলকে ট্রফি জিততে দেখল। সেই কারণেই ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ এত বেশি।

বিমানবন্দরে অকাল দোল

রবিবার ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে ক্লাবের প্রতীক মশাল দেখা গিয়েছিল। সোমবার বিমানবন্দরে থাকা অনেক সমর্থকেরই মুখে লাল-হলুদ আবির দেখা গেল। শীতকাল শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গলে বসন্তের ছোঁয়া। নতুন দিনের আশায় লাল-হলুদ জনতা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: পূর্ণ আধিপত্য বজায় রেখে কলিঙ্গ বিজয়, ফের এএফসি কাপে ইস্টবেঙ্গল

East Bengal: স্বপ্নপূরণের সারথী, ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে কার্লেস কুয়াদ্রাত

East Bengal: ব্যর্থতার যুগাবসান, ভারতীয় ফুটবলের সিংহাসনে ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তন

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল