East Bengal: জামশেদপুর এফসি-কে উড়িয়ে কলিঙ্গ সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল

Published : Jan 24, 2024, 09:27 PM ISTUpdated : Jan 24, 2024, 09:59 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

চলতি মরসুমে দ্বিতীয় সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে রানার্স হলেও, এবার কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া ইস্টবেঙ্গল।

ডুরান্ড কাপের পর কলিঙ্গ সুপার কাপ। চলতি মরসুমে দ্বিতীয়বার সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে জামশেদপুর এফসি-কে ২-০ হারিয়ে ফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ। গোল করলেন হিজাজি মাহের ও হেভিয়ের সিভেরিও টোরো। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ওড়িশা এফসি ও মুম্বই সিটি এফসি। বিজয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে লাল-হলুদের যা পারফরম্যান্স, তাতে দল চ্যাম্পিয়ন হবে বলেই আশা করছেন সদস্য-সমর্থকরা। ২০১২ সালের সেপ্টেম্বরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ডেম্পো স্পোর্টস ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেটাই এখনও পর্যন্ত লাল-হলুদের শেষ সর্বভারতীয় ট্রফি। এবার সেই খরা কাটাতে মরিয়া ক্লেইটন সিলভা, সৌভিক চক্রবর্তীরা।

নজর কাড়লেন সায়ন বন্দ্যোপাধ্যায়

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে প্রথমবার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান সায়ন বন্দ্যোপাধ্যায়। বুধবার জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নন্দকুমার শেখরের পরিবর্তে মাঠে নামেন সায়ন। এদিন একটু বেশিক্ষণ খেলার সুযোগ পেয়েই নজর কেড়ে নেন এই মিডফিল্ডার। তাঁর গতি, ড্রিবলিং নজর কেড়ে নেয়। সায়নের জন্যই ৮১ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তবে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্লেইটন। তাঁর শট বারে লেগে ফিরে আসে। ১৯ মিনিটে ক্লেইটনের কর্নার থেকে সল ক্রেসপোর পাসে পা ছুঁইয়ে লাল-হলুদকে এগিয়ে দেন হিজাজি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই নিশু কুমারের ক্রস থেকে ব্যবধান বাড়ান সিভেরিও। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল

ফাইনালে খেলতে পারেন নাওরেম মহেশ

ভারতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপ খেলতে গিয়েছিলেন নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গা। ভারতীয় দল এশিয়ান কাপ থেকে ছিটকে গিয়েছে। ফলে কলিঙ্গ সুপার কাপ ফাইনালে মহেশ ও লালচুংনুঙ্গাকে পেতে পারে ইস্টবেঙ্গল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: 'ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ট্রফি জয়,' বার্তা ইস্টবেঙ্গল কোচের

FIFA Awards 2023: হাল্যান্ড-এমবাপেকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি, মহিলাদের সেরা আইতানা

Chelsea FC: চেলসিকে প্রথম ট্রফি জেতানোই লক্ষ্য, লিগ কাপ ফাইনালে পৌঁছে বার্তা মরিসিও পচেত্তিনোর

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?