'সমর্থকদের গ্রেফতার করতে যত পুলিশ তার অর্ধেক থাকলেই ডার্বি হতে পারত,' কটাক্ষ কল্যাণ চৌবের

Published : Aug 19, 2024, 01:43 PM ISTUpdated : Aug 19, 2024, 02:18 PM IST
Kalyan Chaubey

সংক্ষিপ্ত

রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের সঙ্গে প্রতিবাদে যোগ দিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি গ্রেফতার হওয়া সমর্থকদের মুক্তির ব্যবস্থাও করেন।

রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। আটক হওয়া কয়েকজন সমর্থককে পুলিশের গাড়ি থেকে নামিয়েছিলেন। রাতের মধ্যেই গ্রেফতার হওয়া ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের জামিনে মুক্তির ব্যবস্থা করেন। ফুটবলপ্রেমীদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন ফুটবলপ্রেমীরা। ফেডারেশনের নানা কার্যকলাপে অনেকেই অসন্তোষ প্রকাশ করছিলেন। কল্যাণের বিরুদ্ধেও অনেক অভিযোগ উঠেছে। কিন্তু তিনি যেভাবে ফুটবলপ্রেমীদের পাশে দাঁড়িয়েছেন, তা সবার নজর কেড়ে নিয়েছে। ফুটবলপ্রেমীদের কাছে নায়ক হয়ে উঠেছেন ফেডারেশন সভাপতি। সবাই তাঁকে সাধুবাদ জানাচ্ছেন।

কলকাতা ডার্বি বাতিল হওয়া নিয়ে ক্ষুব্ধ কল্যাণ

রবিবার দুপুরে কলকাতা ডার্বির অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেট দাবি করে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব ছিল না বলেই ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু রবিবার বিকেলেই ফুটবলপ্রেমীদের প্রতিবাদ থামানোর জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এ প্রসঙ্গে কল্যাণ বলেছেন, ‘ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে মরসুমের প্রথম ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ বন্ধ করা এবং সমর্থকদের গ্রেফতার করার জন্য যত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, তার অর্ধেকও থাকলে এই ম্যাচ হত।’

কলকাতা থেকে ডুরান্ড কাপের ম্যাচ সরানো নিয়েও ক্ষুব্ধ এআইএফএফ সভাপতি

ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে কলকাতা থেকে এই দুই দলের ম্যাচ সরানো হয়েছে। এই সিদ্ধান্তেও ক্ষুব্ধ কল্যাণ। তিনি বলেছেন, ‘ইস্টবেঙ্গল, মোহনবাগানের ম্যাচ এখানে হওয়া উচিত ছিল। আমি বিশ্বাস করি, ফুটবলের সঙ্গে রাজনীতির যোগ নেই। ধর্ম, জাতের ঊর্ধ্বে ফুটবল। আমি নিশ্চিত, এখানে ম্যাচ হলে ফুটবল মাঠে কোনওরকম অশান্তি, বিশৃঙ্খলা তৈরি হত না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'পুলিশ মারতে এসেছিল, কোনওরকমে পালিয়ে বেঁচেছি', ভয়ঙ্কর অভিজ্ঞতা বিচার চাইতে যাওয়া ফুটবলপ্রেমীর

বিচারের দাবিতে প্রতিবাদে যোগ দেওয়া ফুটবলপ্রেমীদের ধরপাকড় পুলিশের, গাড়ি থেকে নামালেন কল্যাণ চৌবে

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?