Kolkata Derby: নাহ, কলকাতা ডার্বি হচ্ছে না যুবভারতীতে! তাহলে কোন শহরে খেলা হবে?

Published : Jan 06, 2025, 06:46 PM IST
ISL Kolkata Derby

সংক্ষিপ্ত

সম্ভবত কলকাতা ডার্বি নিয়ে জট কাটল এবার। 

অবশেষে কি তাহলে ডার্বি হচ্ছে? কিন্তু কোথায়?

সম্ভবত কলকাতা ডার্বি নিয়ে জট কাটল এবার। নির্ধারিত দিন, অর্থাৎ ১১ জানুয়ারি খেলা হতে চলেছে আইএসএল-এর ফিরতি ডার্বি। তবে কলকাতায় নয়, গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই প্রধান। জানা গেছে, ভুবনেশ্বর, জামশেদপুর কিংবা দিল্লীতে ডার্বি আয়োজনের কথা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে। শেষপর্যন্ত, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল খেলতে নামবে গুয়াহাটিতে।

গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারিতে পুলিশ দেওয়া সম্ভব নয়, এই কথা আগেই জানানো হয়েছিল। আর তারপর থেকেই ডার্বি নিয়ে জটিলতা শুরু হয়ে যায়। তবে একটা চেষ্টা করা হয়েছিল, ডার্বি যাতে কলকাতাতেই হয়। কিন্তু এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি তৈরি করেছে, তাতে ১১ জানুয়ারির ম্যাচের দিন বদলে দিয়ে অন্য কোনও দিন নির্ধারণ করলে ক্রীড়াসূচিতে সমস্যা তৈরি হতে পারে।

ফলে, স্বাভাবিকভাবেই কলকাতার বাইরে অন্য কোথাও আয়োজন করতে হত এই হাইভোল্টেজ ম্যাচ। যদিও শেষমুহূর্ত পর্যন্ত, এফএসডিএল এবং মোহনবাগান চেয়েছিল যে, ডার্বি ম্যাচ কলকাতাতেই খেলা হোক।

কিন্তু শেষপর্যন্ত, সেটা হচ্ছে না। বাংলার বাইরে অন্য কোনও ভেন্যু হিসেবে প্রথমেই উঠে আসে জামশেদপুর এবং ওড়িশার নাম। কিন্তু শেষপর্যন্ত, বাতিল হয়ে যায় সেগুলি। কারণ, ওড়িশাতে পূর্ব নির্ধারিত কিছু অনুষ্ঠানের জন্য ডার্বি আয়োজন একেবারেই সম্ভব নয়। তাছাড়া দিল্লী কিংবা জামশেদপুরেও দর্শক হবেনা ধরেই বাতিল করে দেওয়া হয়। তাই শেষপর্যন্ত, গুয়াহাটিকে বেছে নেওয়া হল ডার্বির ভেন্যু হিসেবে। আগামী ১১ জানুয়ারি, সেখানেই খেলতে নামবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির
সন্তোষ ট্রফি ২০২৫-২৬: প্রথম ম্যাচেই ছন্দে বাংলা, নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় জয়