সংক্ষিপ্ত
এবারের কলকাতা লিগের মতোই ডুরান্ড কাপেও মূলত তরুণ ফুটবলারদের খেলাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুনের তরুণ ফুটবলাররা দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলকে ৫-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুনের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, নামতে ও কিয়ান নাসিরি। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল হয়। প্রথমার্ধের শেষদিকে মিজানুর রহমান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সারা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয় বাংলাদেশ সেনা দলকে। তবে মোহনবাগান এদিন যে পারফরম্যান্স দেখাল, তাতে বাংলাদেশ সেনা দল ১১ জনে খেললেও হয়তো ৫ গোলই খেত। চলতি মরসুমে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে এখনও পর্যন্ত অপরাজিত সবুজ-মেরুন।
এদিন ম্যাচের ১৪ মিনিটেই প্রথম গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মনবীর। ৩৯ মিনিটে তৃতীয় গোল করেন সুহেল। ৫৯ মিনিটে চতুর্থ গোল করেন নামতে। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান কিয়ান।
গত মরসুমে আইএসএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি লিস্টন। এবার ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই গোল পাওয়ায় লিস্টনের আত্মবিশ্বাস বেড়ে যাবে। সুহেলের গোলের পাস বাড়ান লিস্টনই। গত মরসুমের আইএসএল-এ মনবীরও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এবারের যা দল, তাতে প্রথম একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন। সেই কারণে মরসুমের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন মনবীর। কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সুহেল। এবার ডুরান্ড কাপেও গোল পেলেন তিনি। ইস্টবেঙ্গল থেকে সবুজ-মেরুনে যোগ দেওয়া নামতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ানও এদিন গোল পেলেন।
এদিকে, সবুজ-মেরুনে যোগ দিলেন স্পেনের ডিফেন্ডার হেক্টর ইউস্তে। ৩৫ বছরের এই ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। লা লিগার বিখ্যাত ক্লাব গ্রানাদা, রেসিং স্যান্টাদার, মায়োরকার হয়ে খেলেছেন ইউস্তে। ২০২১ থেকে গত মরসুম পর্যন্ত এই ডিফেন্ডার ছিলেন সাইপ্রাসের ক্লাব অ্যাথলেটিক ক্লাব ওমোনিয়া নিকোসিয়ায়। এই ক্লাবের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন ইউস্তে। এই ডিফেন্ডার এবার সবুজ-মেরুনের রক্ষণের দায়িত্বে থাকছেন। গত মরসুমে ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলেন ইউস্তে। এই নামী ডিফেন্ডার দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। তাঁদের আশা, দলের রক্ষণকে ভরসা দেবেন ইউস্তে। তাঁকে দলে পেয়ে খুশি মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো।
আরও পড়ুন-
ইউরোপা লিগে খেলেন রোনাল্ডোর বিরুদ্ধে, মোহনবাগানে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে
ডুরান্ড কাপে প্রথম ম্যাচের আগে কলকাতা লিগে ভবানীপুুরের সঙ্গে ড্র, চাপে ইস্টবেঙ্গল
কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও