মেসিকে এনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি-র

Published : Dec 13, 2025, 03:53 PM IST
Messi Event Chaos

সংক্ষিপ্ত

Lionel Messi: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলায় কলকাতার (Kolkata) মুখ পুড়ল। সারা বিশ্বে কলকাতার বদনাম হল। এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
মেসির অনুষ্ঠানে অরাজকতা
শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হল। স্টেডিয়ামে ভাঙচুর চালালেন দর্শকরা।

Lionel Messi Kolkata Visit: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা। শনিবারের বারবেলায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) যে অরাজকতা তৈরি হল, তার জন্য রাজ্য সরকার (West Bengal Government), শাসক দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) তীব্র সমালোচনা করল বিজেপি (BJP)। ফেসবুকে (Facebook) বিজেপি হাওড়া সদরের হ্যান্ডলে লেখা হয়েছে, 'এটা কোনও ভুল ব্যবস্থাপনা নয়, এটা পরিকল্পিত প্রতারণা। টিকিটের নামে প্রায় ১০,০০০ করে টাকা কেড়ে নেওয়া হল ফুটবলপ্রেমীদের থেকে। তারপর মানুষকে স্টেডিয়ামে ঢুকিয়ে মেসিকে সরিয়ে নেওয়া হল। গরিব-মধ্যবিত্ত মানুষের ঘাম ঝরানো টাকা গেল শাসকদলের ঘনিষ্ঠদের পকেটে। ভোটের আগে তৃণমূল কংগ্রেস ভেবেছিল, মেসিকে ঢাল বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলবে। কিন্তু তার বদলে ক্ষুব্ধ জনতা মাঠে নেমে পড়ল, চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল।'

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি-র

বিজেপি হাওড়া সদরের ফেসবুক হ্যান্ডলে আরও লেখা হয়েছে, 'সারা বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট এবং বাঙালির আবেগের সঙ্গে প্রতারণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ব্যর্থতা ঢাকতে মমতার দলদাস পুলিশ লাঠিচার্জ করল প্রিয় ফুটবলারকে দেখতে আসা ফুটবলপ্রেমী সাধারণ মানুষের উপর। এই লজ্জাজনক ঘটনার সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর। অবিলম্বে পদত্যাগ করুন লাজলজ্জাহীন মুখ্যমন্ত্রী!'

মুখ্যমন্ত্রী-ক্রীড়ামন্ত্রীর সমালোচনায় বিজেপি

রাজ্য বিজেপি-র ফেসবুক হ্যান্ডলে লেখা হয়েছে, 'যাদের আদর্শেই চুরি, তারা সুযোগ পেলেই তা কাজে লাগায়। আজকের যুবভারতীর লজ্জাজনক ঘটনা তার জ্বলন্ত প্রমাণ! হাজার হাজার ফুটবলপ্রেমী বাঙালি স্বপ্ন বুকে নিয়ে মোটা অঙ্কের টিকিট কেটেছিলেন শুধু একবার প্রিয় খেলোয়াড় মেসিকে চোখের সামনে দেখার জন্য। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। মেসির বদলে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে শূন্যতা, আবার সুযোগ বুঝে সেখানে ২০ টাকার জলের বোতল বিক্রি হয়েছে ২০০ টাকায়। ৬ হাজার, ১৫ হাজার, এমনকী ৫০ হাজার টাকার টিকিট কেটে মানুষ কি অরূপ বিশ্বাস আর তাঁর পরিবারকে দেখতে এসেছে? সারা বিশ্বের সামনে ভারতের সম্মান ক্ষুণ্ণ করে, ফুটবলপ্রেমী বাঙালির আবেগের সঙ্গে নির্মম প্রতারণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অবিলম্বে পদত্যাগ করা উচিত।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দ্বিতীয়বার কলকাতা সফরে এলেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি।
শুক্রবার গভীর রাতে কলকাতায় দ্বিতীয়বার পা রাখেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হল।
Read more Articles on
click me!

Recommended Stories

'আমি যা আশা করেছিলাম তা ছিল না,' দূর থেকে আসা মেসিভক্তদের জন্য ব্যথিত সৌভিক চক্রবর্তী
Messi in Kolkata: ভাঙল চেয়ার, উড়ল জলের বোতল! জাল ছিঁড়ল গোলপোস্টের, জনতার তাণ্ডব যুবভারতীতে