Lionel Messi: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা তৈরি হল। এই ঘটনায় কলকাতার সম্মানহানি হল।
KNOW
Lionel Messi Kolkata Visit: গ্যালারি থেকে মাঠে ছোড়া হল জলের বোতল। গ্যালারির চেয়ার ভেঙেও মাঠে ছোড়া হল। চরম বিশৃঙ্খলা, ভাঙচুর, ছোটাছুটি, মাঠে অসংখ্য মানুষের দাপাদাপি। ভাঙা হল গোলপোস্ট, ছিঁড়ে ফেলা হল জাল। শুধু মাঠেরই ক্ষতি হল না, অ্যাথলেটিক্স ট্র্যাকেরও ক্ষতি হল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির অনুষ্ঠানে দর্শকদের উল্লাস এভাবেই ক্ষোভ-বিক্ষোভে পরিণত হল। বেশিরভাগ দর্শকেরই অভিযোগ, বিপুল অর্থ দিয়ে টিকিট কেটে গিয়েও তাঁরা মেসিকে দেখতে পাননি। মেসি কিছুক্ষণ থেকেই মাঠ ছেড়ে চলে যান। তাঁর যতক্ষণ মাঠে থাকার কথা ততক্ষণ থাকেননি। বিশ্বসেরা ফুটবলার মাঠ ছাড়তেই দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছে যায়। নিরাপত্তার কোনও বালাই ছিল না। দর্শকরা বিনা বাধায় মাঠে নেমে পড়ে ভাঙচুর চালিয়ে রাগের বহিঃপ্রকাশ করেন। বিশ্ববরেণ্য একজন ফুটবলারকে যে অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল সেখানেই এই ঘটনায় কলকাতার মুখ পুড়ল। সারা বিশ্ব কলকাতায় মেসির আগমনের দিকে নজর রেখেছিল। ফলে আন্তর্জাতিক মহলে কলকাতার ভাবমূর্তির ক্ষতি হল।
দর্শকদের পাশে সৌভিক চক্রবর্তী
মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার মধ্যে দর্শকদের পাশে দাঁড়িয়েছেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) ফুটবলার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘অনেকেই দূর-দূরান্ত ভ্রমণ করেছেন এবং তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে সেখানে উপস্থিত হয়েছেন, কেবল মেসির প্রতি ভালোবাসা থেকেই। মেসির প্রতি ভালোবাসা ভাগ করে নিলে, আমি যা আশা করেছিলাম তা ছিল না। আজ সেই ভক্তদের সাথে দাঁড়িয়ে আছি। যখন প্রত্যাশা অভিজ্ঞতার চেয়ে বেশি হয়, তখন বাস্তবতা এভাবেই সাড়া দেয়।’
নিরাপত্তার অভাব নিয়ে উদ্বিগ্ন দেবজিৎ মজুমদার
ইস্টবেঙ্গলে সৌভিকের সতীর্থ দেবজিৎ মজুমদারও (Debjit Majumder) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই বিশৃঙ্খলা দেখে উদ্বিগ্ন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘কলকাতায় মেসির সফরের সময় এরকম নিরাপত্তার ঘাটতি দেখে আমি ব্যথিত। ফুটবলের জন্য আবেগ সুন্দর। কিন্তু সুরক্ষার সঙ্গে কখনও আপস করা উচিত নয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
