
Lionel Messi Kolkata Visit: আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে কলকাতায় নিয়ে আসার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি রাজীব কুমার (Rajeev Kumar IPS PPM) ও এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম (Jawed Shamim IPS) জানিয়েছেন, মূল উদ্যোক্তার বিরুদ্ধে এবং এই ঘটনায় যাঁদের গাফিলতি, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর প্রক্রিয়া ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। রাজীব কুমার বলেছেন, 'মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। তিনি লিখিত মুচলেকা দিয়েছেন, শনিবারের দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এই ধরনের বড় ইভেন্টে যে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, তা ছিল না। আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়। দর্শকদের অনেকেই ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন, সেটাও কম বলেই মনে করছেন দর্শকদের অনেকে। সবমিলিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুবভারতীতে।'
জাভেদ শামিম জানিয়েছেন, ‘যুবভারতী এবং সংলগ্ন অঞ্চলে পরিস্থিতি আপাতত শান্ত। এবার পুরো ঘটনার তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই সারা ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। টিকিটের দাম দর্শকদের কীভাবে ফেরত দেওয়া যায়, সেই চিন্তাভাবনা চলছে।’
১৪ বছরের ব্যবধানে মেসির দ্বিতীয়বার কলকাতা সফর ঘিরে শুধু এই শহর বা রাজ্যেরই নয়, সারা দেশের, এমনকী প্রতিবেশী দেশগুলির ফুটবলপ্রেমীদের মধ্যেও বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল। নেপাল (Nepal) থেকেও এক ফুটবলপ্রেমী মেসিকে দেখতে কলকাতায় এসেছিলেন। কিন্তু শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কেটে যে দর্শকরা হাজির হন, তাঁরা মেসিকে দেখতে পাননি। ফলে তাঁরা ক্ষোভ উগরে দেন। অনেকেই গ্যালারি থেকে মাঠে জলের বোতল ছুড়তে শুরু করেন। অনেকে গ্যালারির আসন ভেঙেও মাঠে ছুড়তে থাকেন। বহু দর্শক মাঠে নেমে পড়ে গোলপোস্ট ভেঙে দেন, জাল ছিড়ে নেন। সবমিলিয়ে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।