ইডেন গার্ডেন্সে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বা আইপিএল-এর ম্যাচ হলেই হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে বিশেষ ট্রেন, বাসের ব্যবস্থা করা হয়। আইএসএল-এর ম্যাচের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
২০২৩-২৪ মরসুমের আইএসএল-এ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শেষ হওয়ার পর ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের বাড়ি ফেরার সুবিধার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এবারও একই ব্যবস্থা করা হচ্ছে। চলতি আইএসএল-এ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ শেষ হবে রাত সাড়ে ৯টার পর। স্টেডিয়াম থেকে বেরিয়ে দুই দলের সমর্থকরা যাতে অল্প সময়ের মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে যেতে পারেন, তার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা বেজে ১৫ মিনিটে। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে এই ট্রেনে উঠতে পারবেন ফুটবলপ্রেমীরা। তাঁদের সুবিধার জন্য ফুলবাগান স্টেশনেও থামবে ট্রেন। ফুলবাগান স্টেশনে ট্রেন থেকে নামার পাশাপাশি উঠতেও পারবেন যাত্রীরা।
আইএসএলএ- ম্যাচগুলির দিনে বিশেষ মেট্রো পরিষেবা
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ‘২৩ সেপ্টেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ৯ নভেম্বর, ২৩ নভেম্বর, ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর, ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর আইএসএল ম্যাচের জন্য গ্রিন লাইন-১-এ বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদার ট্রেন ছাড়বে রাত ১০টা বেজে ১৫ মিনিটে।’
দূর থেকে আসা ফুটবলপ্রেমীদের সুবিধা হবে
অনেক ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা থেকে সল্টলেকে খেলা দেখতে যান। তাঁদের মধ্যে অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে যান না। ফলে রাতে বাড়ি ফেরার সময় মেট্রো রেলে শিয়ালদা স্টেশন পৌঁছে গেলে সেখান থেকে ট্রেন-বাস পেয়ে যান ফুটবলপ্রেমীরা। সে কথা মাথায় রেখেই বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আর কোনও বাধা নেই, রবিবারই লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে আনোয়ারের
হিজাজিদের দায়সারা ফুটবল, এবারও হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের
২ গোলে এগিয়ে গিয়েও ড্র, আইএসএল-এর উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল মোহনবাগান সুপার জায়ান্ট