Messi-Ronaldo-Mbappe: মেসি না রোনাল্ডো, কার অনুরাগী কিলিয়ান এমবাপে?

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি বিশ্ব ফুটবলে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন ফ্রান্স ও প্যারিস সাঁ জা-র স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

Soumya Gangully | Published : Sep 14, 2023 6:10 PM IST / Updated: Sep 15 2023, 02:12 AM IST

কয়েকদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঘোষণা করেছেন, লিওনেল মেসির সঙ্গে তাঁর লড়াই শেষ হয়ে গিয়েছে। কিন্তু মেসি ও রোনাল্ডোর অনুরাগীরা সে কথা মানতে নারাজ। এখনও সোশ্যাল মিডিয়ায় লড়াই চলছে। নিয়মিত মেসি ও রোনাল্ডোকে নিয়ে আলোচনা চলে। এবার সেই আলোচনায় যোগ দিলেন ফ্রান্স ও প্যারিস সাঁ জা-র স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তিনি বলেছেন, ‘আমি ক্রিশ্চিয়ানোকে ভালোবাসি। আমার যখন বয়স কম ছিল, তখন থেকেই ওর অনুরাগী। তবে আমি মেসির সম্পর্কেও খোঁজ নিতে শুরু করি। কারণ, অল্পবয়সি কেউ যখন ক্রিশ্চিয়ানোর বড় ভক্ত হয়, তখন সে মেসির মধ্যে ভালো কিছুই দেখতে পায় না। সে তখন শুধু ক্রিশ্চিয়ানোকেই ভালো বলে। কিন্তু আমি বড় হওয়ার পর এখন ২ জনকেই পছন্দ করি।’

এমবাপের এখন বয়স ১৪ বছর। তিনি ছোটবেলা থেকেই মেসি ও রোনাল্ডোর খেলা দেখে বড় হয়েছেন। এই ২ মহাতারকাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'অর জিততে দেখেছেন এমবাপে। ছোটবেলায় তাঁর আদর্শ ছিলেন রোনাল্ডো। এমবাপের ঘরে রোনাল্ডোর বেশ কয়েকটি পোস্টার ছিল। রোনাল্ডোর খেলার ভিডিও দেখে তাঁর মতো হয়ে ওঠার চেষ্টা করতেন এমবাপে। তিনি ১৪ বছর বয়সে একবার রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। সেই সময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন রোনাল্ডো। সেই কারণে রিয়াল মাদ্রিদের জার্সি পরে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এমবাপে। পরবর্তীকালে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠার পর অনেকবার ছোটবেলার নায়কের সঙ্গে দেখা হয়েছে। মেসির সঙ্গে তো পিএসজি-র হয়ে একসঙ্গে খেলেছেন এমবাপে। কাতার বিশ্বকাপে ফাইনালে মেসি-এমবাপের লড়াই হয়েছে।

Latest Videos

মোনাকোর হয়ে পেশাদার ফুটবলার হিসেবে খেলা শুরু করার পর পিএসজি-তে যোগ দেন এমবাপে। তিনি আগামী মরসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে ইউরোপের ফুটবল মহলে জল্পনা চলছে। এরই মধ্যে মেসি ও রোনাল্ডোকে নিয়ে মতামত জানালেন এমবাপে।

এর আগে পিএসজি-র প্রাক্তন সতীর্থ আবদু ডিয়ালো বলেছিলেন, 'লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো আলোচনা শুরু হলে এমবাপে অন্তত ১ ঘণ্টা ধরে তর্ক চালিয়ে যেতে পারে। কিন্তু ও মেসি ও রোনাল্ডোর সাফল্য সম্পর্কে শ্রদ্ধাশীল।'

এমবাপে নিজে অবশ্য বলেছেন, ‘আমি যখনই মাঠে নামি, তখন নিজেকে বলি, আমিই সেরা। আমার কোনও সীমানা নেই। আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। মেসি ও ক্রিশ্চিয়ানো আমার চেয়ে ভালো খেলোয়াড়। কিন্তু আমার মাথায় থাকে, আমিই সেরা।’

আরও পড়ুন-

Mamata Banerjee: বাংলার ফুটবলের উন্নতিতে সাহায্য করবে লা লিগা, বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

Kolkata Derby: শেষমুহূর্তে গোল হজম, মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ড্র মোহনবাগানের

Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ
ভক্তরা মজলেন অরিজিৎ সিং ও এড শিরানের যুগলবন্দীতে! #shorts #shortsvideo #shortsviral #shortsyoutube
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর | Suvendu Adhikari
'অন্য রাজ্য হলে ফিরহাদের কোমরে দড়ি...' মেদিনীপুরে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari |