ফের চমক কিলিয়ান এমবাপের, একাই করলেন ৫ গোল, ৭-০ জয় প্যারিস সাঁ জা-র

প্রথমার্ধে ১২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক! একাই করলেন ৫ গোল! বিশ্বকাপ ফাইনালের পর ফের চমক কিলিয়ান এমবাপের। ফ্রেঞ্চ কাপে অনামী দল পে ডে ক্যাসলের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার।

Web Desk - ANB | Published : Jan 24, 2023 5:51 AM IST
18
প্যারিস সাঁ জা-র হয়ে একাই ৫ গোল করলেন কিলিয়ান এমবাপে, তাঁর দল জিতল ৭-০

ফ্রেঞ্চ কাপের ম্যাচে অপেশাদার দল পে ডে ক্যাসলের বিরুদ্ধে একাই ৫ গোল করলেন কিলিয়ান এমবাপে। প্যারিস সাঁ জা জিতল ৭-০।

28
ফ্রেঞ্চ কাপের ম্যাচে ১২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের

ফ্রেঞ্চ কাপের এই ম্যাচে পে ডে ক্যাসলের বিরুদ্ধে প্রথমার্ধের ২৯, ৩৫ ও ৪০ মিনিটে পরপর ৩ গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কিলিয়ান এমবাপে। এরপর ৫৬ ও ৭৯ মিনিটে আরও ২ গোল করেন তিনি।

38
কাতার বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনও ম্যাচে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছিলেন, তারপর এই প্রথম কোনও ম্যাচ হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে।

48
প্যারিস সাঁ জা-র কোনও ফুটবলার এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে করলেন ৫ গোল

প্যারিস সাঁ জা-র প্রথম ফুটবলার হিসেবে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে একাই ৫ গোল করার নজির গড়লেন কিলিয়ান এমবাপে।

58
চলতি মরসুমে প্যারিস সাঁ জা-র হয়ে ২৪ ম্যাচে ২৫ গোল করে ফেলেছেন কিলিয়ান এমবাপে

চলতি মরসুমে অসাধারণ ফর্মে কিলিয়ান এমবাপে। প্যারিস সাঁ জা-র হয়ে ২৪ ম্যাচে ২৫ গোল করেছেন এই স্ট্রাইকার। পিএসজি-র হয়ে তাঁর মোট গোল ১৯৬।

68
অপেশাদার দল পে ডে ক্যাসলের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে খুশি কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে জানিয়েছেন, তাঁর ফুটবলার হিসেবে যাত্রা শুরু হয়েছিল অপেশাদার দলের হয়ে। সেই কারণে অপেশাদার দলের বিরুদ্ধে খেলতে নেমে তিনি খুশি।

78
ফ্রেঞ্চ কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মার্সেইয়ের মুখোমুখি হবে পিএসজি

ফ্রান্সেের ঘরোয়া ফুটবলে মার্সেইয়ের সঙ্গে প্যারিস সাঁ জা-র প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে দীর্ঘদিন ধরে। এবার ফ্রেঞ্চ কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই ২ দল।

88
কিলিয়ান এমবাপের ৫ গোলের দিনে গোল পেলেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমারও

পে ডে ক্যাসলের বিরুদ্ধে লিওনেল মেসিকে না খেলালেও, শক্তিশালী দলই নামান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ার। প্রথম একাদশে ছিলেন নেইমার। ব্রাজিলের এই স্ট্রাইকার ৩৩ মিনিটে গোলও করেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos