রাফিনহার হ্যাটট্রিক, লা লিগায় ৭ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা

শনিবার লা লিগায় ভ্যালাডলিডকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। রাফিনহার হ্যাটট্রিকে টানা চতুর্থ জয় নিশ্চিত করে লিগ শীর্ষে বার্সা। নতুন মরশুমে এখনও অপরাজিত কাতালান জায়ান্টরা।

Soumya Gangully | Published : Aug 31, 2024 5:30 PM IST / Updated: Sep 01 2024, 12:43 AM IST

শনিবার লা লিগার অখ্যাত ক্লাব ভ্যালাডলিড এফসি-কে ৭-০ উড়িয়ে লিগ টেবলের শীর্ষে থাকল বার্সেলোনা। চলতি লা লিগায় টানা চতুর্থ ম্যাচে জয় পেল বার্সা। শনিবার ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাল হ্যান্সি ফ্লিকের দল। ভ্যালাডলিডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। সারা ম্যাচেই দাপট দেখাল বার্সা। ২০ মিনিটের মাথায় প্রথম গোল করেন রাফিনহা। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধের সংযোজিত সময়ে বার্সার হয়ে তৃতীয় গোল করেন জুলস কুন্দে। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বার্সা। ৬৪ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রাফিনহা। ৮২ মিনিটে বার্সার হয়ে ষষ্ঠ গোল করেন ড্যানি অলমো। এরপর ৮৫ মিনিটে সপ্তম গোল করেন ফেরান টোরেস।

নতুন মরসুমের শুরুতেই ছন্দে বার্সা

Latest Videos

গত কয়েক মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বার্সা। নতুন কোচ ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত লা লিগায় জয়ের হার ১০০ শতাংশ। এবার স্পেনের ফুটবল লিগের সর্বোচ্চ বিভাগে উঠে এসেছে ভ্যালাডলিড এফসি। এই দল এখনও বার্সার সঙ্গে লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পারেননি। শনিবার ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত বার্সারই দাপট দেখা গেল। চলতি লা লিগায় এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল বার্সা

লা লিগায় পিছিয়ে রিয়াল মাদ্রিদ

চলতি লা লিগায় এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ। রবিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে চতুর্থ ম্যাচে রিয়াল বেটিসের মুখোমুখি হতে চলেছে রিয়াল। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রদের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে ননি মাদুয়েকের হ্যাটট্রিক, উলভসকে ৬-২ উড়িয়ে দিল চেলসি

১৫ বছরের যাত্রা শেষ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপারের

২ গোলে পিছিয়ে থেকেও টাইব্রেকারে জয়, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র