সংক্ষিপ্ত
গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার জার্মানির ম্যানুয়েল ন্যুয়ের। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অনেক সাফল্য পেয়েছেন এই গোলকিপার। তিনি বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
বুধবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন এই গোলকিপার। ২০০৯ সালে জার্মানির সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় ন্যুয়েরের। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই গোলকিপার। তিনি বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। জার্মানির সিনিয়র জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচ খেলেছেন ন্যুয়ের। তিনি ২০২৬ সালের বিশ্বকাপে খেলে অবসর নেবেন বলে ধারণা ছিল ফুটবল মহলের। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করে দিলেন ন্যুয়ের। সম্প্রতি তাঁর ফিটনেস নিয়ে সমস্যা দেখা গিয়েছে। আগের মতো ফর্মও নেই এই গোলকিপারের। এবারের ইউরো কাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ন্যুয়ের। এই কারণেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। ১৫ বছর ধরে দাপটের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে খেলার পর সরে গেলেন ন্যুয়ের।
সোশ্যাল মিডিয়া পোস্টে অবসর ঘোষণা ন্যুয়েরের
বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ন্যুয়ের। তিনি জানিয়েছেন, ‘আজ জাতীয় দলের হয়ে আমার কেরিয়ার শেষ হচ্ছে। আমার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আমি জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলার পর ১৫ বছর কেটে গিয়েছে। সবাই আমার কেরিয়ারের সেরা মুহূর্তের কথা জানেন। মারাকানায় বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ই আমার কেরিয়ারের সেরা মুহূর্ত।’
সতীর্থদের ধন্যবাদ ন্যুয়েরের
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করার সময় জাতীয় দলের সতীর্থ, কোচ, সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যুয়ের। এই গোলকিপার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, আরও কিছুদিন ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
প্যারিসে নীরজ চোপড়ার সঙ্গে সাক্ষাৎ, অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী
ইউরো কাপের পর অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে সোনা, ফের সাফল্য স্পেনের
Bhaichung Bhutia: কোচ নিয়োগে গুরুত্ব পায়নি মত, এআইএফএফ টেকনিক্যাল কমিটি থেকে সরছেন বাইচুং