La Liga El Clasico: পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন, বার্সেলোনাকে হারিয়ে লা লিগা জয়ের পথে রিয়াল মাদ্রিদ

Published : Apr 22, 2024, 02:52 AM ISTUpdated : Apr 22, 2024, 03:08 AM IST
Real Madrid

সংক্ষিপ্ত

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ সবসময়ই উত্তেজক। রবিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের এল ক্লাসিকোতেও অসাধারণ লড়াই দেখা গেল।

ইংল্যান্ডের তরুণ ফুটবলার জুড বেলিংহ্যামকে বরাবরই প্রতিভাবান বলা হয়। কিশোর বয়স থেকেই সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবলে খেলছেন তিনি। এখনও ২১ বছর পূর্ণ করেননি। কিন্তু এরই মধ্যে পরিণত হয়ে উঠেছেন। বেলিংহ্যাম যে এখন কতটা ভয়ঙ্কর, সেটা হাড়ে হাড়ে টের পেল বার্সেলোনা। এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্যই লা লিগা এল ক্লাসিকোয় খালি হাতে মাঠ ছাড়তে হল বার্সেলোনাকে। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে অসাধারণ গোল করে রিয়াল মাদ্রিদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন বেলিংহ্যাম। এই জয়ের ফলে ৩২ ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত করে ফেলল রিয়াল। ৩২ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।

এগিয়ে গিয়েও হার বার্সার

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচের শুরুতে দাপট ছিল বার্সারই। ৬ মিনিটে প্রথম গোল করেন আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। ১৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচ কিছুটা এলোমেলো হয়ে যায়। কোনও দলের আক্রমণই দানা বাঁধছিল না। বক্সে পায়ের জঙ্গলে হারিয়ে যাচ্ছিল বল। কিন্তু ৬৯ মিনিটে পরিবর্ত ফারমিন লোপেজের গোলে বার্সা এগিয়ে যাওয়ার পরেই জমে ওঠে ম্যাচ। দ্বিতীয়বার পিছিয়ে পড়ার ৪ মিনিটের মধ্যেই ফের সমতা ফেরায় বার্সা। ৭৩ মিনিটে চমকপ্রদ গোলে সমতা ফেরান লুকাস ভাজকুয়েজ। এরপর জয়সূচক গোল করেন বেলিংহ্যাম।

বার্সার হতাশাজনক মরসুম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সাঁ জা-র কাছ হেরে বিদায় নিয়েছে বার্সা। এবার লা লিগা জয়ের আশাও শেষ। ফলে হতাশাজনকভাবেই চলতি মরসুম শেষ করতে চলেছে বার্সা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Premier League: ফুলহ্যামকে ৩-১ উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে লিভারপুল

UEFA Champions League: রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগেই বার্সেলোনা ধ্বংস এমবাপের

UEFA Champions League: টাইব্রেকারে ম্যান সিটিকে হারিয়ে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?