সংক্ষিপ্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের লড়াই এখন আর্সেনাল, লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে সীমাবদ্ধ। অন্য দলগুলি অনেকটা পিছিয়ে পড়েছে।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফুলহ্যামকে ৩-১ উড়িয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল লিভারপুল। ৩৩ ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট পেয়েছে রেডস। শীর্ষে থাকা আর্সেনালও ৩৩ ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে আর্সেনাল। ৩২ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। ৩৪ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। ৩২ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে টটেনহ্যাম হটস্পার। ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে শুধু আর্সেনাল, লিভারপুল ও ম্যান সিটি।

ফুলহ্যামের বিরুদ্ধে দাপটে জয় লিভারপুলের

রবিবার ফুলহ্যামের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে লড়াই করতে হলেও, দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে জয় পেল লিভারপুল। ৩২ মিনিটে প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। প্রথমার্ধের সংযোজিত সময়ে ফুলহ্যামকে সমতায় ফেরান টিমোথি ক্যাস্টাগনে। এরপর ৫৩ মিনিটে লিভারপুলকে ফের এগিয়ে দেন রায়ান গ্রাভেনবার্ক। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান দিয়োগো জোটা।

পিছিয়ে পড়েও জয় অ্যাস্টন ভিলার

রবিবার ইপিএল-এর অন্য ম্যাচে বর্নমাউথের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ জয় পেল অ্যাস্টন ভিলা। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বর্নমাউথকে এগিয়ে দেন ডমিনিক সোলাঙ্কি। তবে প্রথমার্ধের সংযোজিত সময়ে সমতা ফেরান মর্গ্যান রজার্স। এরপর ৫৭ মিনিটে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন মুসা দিয়াবি। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান লিয়ন বেইলি। অন্য ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেড এফসি-কে ৫-২ উড়িয়ে দিল ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৭ মিনিটেই মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় প্যালেস। এরপর ১৬ মিনিটে ব্যবধান বাড়ান এবেরেকি ইজে। ২০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইমার্সন পালমেইরি। ফলে ৩-০ এগিয়ে যায় প্যালেস। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান জিঁ-ফিলিপে ম্যাটেটা। ৪০ মিনিটে ওয়েস্টহ্যামের হয়ে ব্যবধান কমান মিকাল অ্যান্টনিও। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ম্যাটেটা। এরপর ৮৯ মিনিটে আত্মঘাতী গোল করেন ডিন হেন্ডারসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Champions League: টাইব্রেকারে ম্যান সিটিকে হারিয়ে সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ

UEFA Champions League: আর্সেনালকে হারিয়ে সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখ

UEFA Champions League: রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগেই বার্সেলোনা ধ্বংস এমবাপের