ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জয়ের সামনে মেসি, কখন, কীভাবে দেখবেন লিগস কাপ ফাইনাল?

ইন্টার মায়ামির হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন লিওনেল মেসি। নতুন দলের হয়ে প্রথম ট্রফি জয়ের সামনে আর্জেন্টিনার মহাতারকা।

বার্সেলোনার হয়ে সব ট্রফিই জিতেছেন। প্যারিস সাঁ-জা-র হয়ে ফ্রান্সের ঘরোয়া লিগ জিতেছেন। এবার ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে লিগস কাপ ফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি। তাঁর কাছে ন্যাশভিল সকার ক্লাব অচেনা প্রতিপক্ষ। মেজর লিগ সকারে মাঝারি মানের দল ন্যাশভিল। তবে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, মেসি ভালোভাবেই জানেন, তিনি ফর্মে থাকলে যে কোনও দলকেই উড়িয়ে দিতে পারেন। ফলে ইন্টার মায়ামির হয়ে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামার আগে আত্মবিশ্বাসী মেসি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের শুভেচ্ছা নিয়ে ফাইনাল খেলতে নামছেন মেসি। তাঁর অনুরাগীদের আশা, ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জিততে পারবেন।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে লিগস কাপ ফাইনাল। এই ম্যাচ হবে ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মেসিরা। ভারতে কোনও টেলিভিশন চ্যানেলে সরাসরি এই ম্যাচ দেখা যাবে না। লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ অবশ্য রয়েছে। তবে তার জন্য অ্যাপল টিভির সাবস্ক্রিপশন থাকতে হবে। না হলে সরাসরি এই ম্যাচ দেখা যাবে না। ইন্টার মায়ামির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ম্যাচের যাবতীয় আপডেটস দেওয়া হবে। ফলে অ্যাপল টিভির সাবস্ক্রিপশন না থাকলে সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে।

Latest Videos

সেমি-ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ উড়িয়ে লিগস কাপ ফাইনালে পৌঁছে গিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে অত্যন্ত শক্তিশালী দল ফিলাডেলফিয়া। সেই দলের বিরুদ্ধে সহজ জয় মেসিদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। লিগস কাপে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন মেসি। রবিবার গোলসংখ্যা বাড়ানোই তাঁর লক্ষ্য থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৪৭টি ক্লাবকে নিয়ে হয়েছে এবারের লিগস কাপ। সেমি-ফাইনালে মেক্সিকোর ক্লাব মন্টারিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ন্যাশভিল। ফলে এই দলটিও লড়াই করতে তৈরি। তবে মানসিকভাবে এগিয়ে থেকেই ফাইনাল খেলতে নামছে ইন্টার মায়ামি। কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় সেটা ভালোভাবেই জানেন মেসি, সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা। এই ৩ ফুটবলারই ইন্টার মায়ামির সবচেয়ে বড় ভরসা। আলবা রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করেছেন। ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বার্সেলোনার প্রাক্তন তারকারা। 

লিগস কাপ চ্যাম্পিয়ন হতে পারলে ৩টি দেশের ক্লাবের হয়ে খেতাব জয়ের নজির গড়বেন মেসি। এই রেকর্ড খুব বেশি ফুটবলারের নেই।

আরও পড়ুন-

বার্সেলোনা ছাড়তে চাইনি, পিএসজি-তে যাওয়ার ইচ্ছা ছিল না, স্পষ্ট কথা মেসির

Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের

উয়েফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে লিওনেল মেসি, আর্লিং হোলান, কেভিন ডে ব্রুইনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের