রুদ্ধশ্বাস টাইব্রেকারে জয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ট্রফি মেসির

Published : Aug 20, 2023, 09:10 AM ISTUpdated : Aug 20, 2023, 09:53 AM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

কয়েকদিন আগেই আল-নাসরের হয়ে প্রথম ট্রফি জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ইন্টার মায়ামির হয়ে ট্রফি জিতলেন লিওনেল মেসিও। বিশ্বের ২ প্রান্তে তারকাদের লড়াই চলছে।

ন্যাশভিল সকার ক্লাবকে টাইব্রেকারে ১০-৯ হারিয়ে লিগস কাপ চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। ২৩ মিনিটে প্রথম গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসিই। ৫৭ মিনিটে গোল করে ন্যাশভিলের হয়ে সমতা ফেরান ফাফা পিকল্ট। এরপর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। মেসির এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। নির্ধারিত সময়ের মতোই দলের হয়ে টাইব্রেকারেও প্রথম গোল করেন মেসিই। এরপর সের্জিও বুস্কেটস, লিওনার্দো ক্যাম্পানা, কামাল মিলার, ভিক্টর উলোয়া, সেরহি ক্রিভটসভ, জর্ডি আলবা, দিয়েগো গোমেজ, ডেভিড রুইজ, দিআন্দ্রে ইয়েডলিন ও ড্রেক ক্যালেন্ডার গোল করেন। ন্যাশভিলের হয়ে প্রথম শটে গোল করেন হ্যানি মুখতার। দ্বিতীয় শটে গোল করতে ব্যর্থ হন র‍্যান্ডাল লিল। এরপর গোল করেন অ্যানিব্যাল গডবয়, ওয়াকার জিমারম্যান, স্যাম সারিজ, শাকেল মুর, ড্যানিয়েল লভিৎজ, লুকাস ম্যাকনটন, শন ডেভিস ও জ্যাকব শ্যাফেলবার্গ। শেষ শটে গোল করতে ব্যর্থ হন ইলিয়ট প্যানিকো। তার ফলেই জয় পায় ইন্টার মায়ামি।

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমানোর পর প্রথম ট্রফি জিতলেন মেসি। কেরিয়ারে এটি তাঁর ৪৪-তম খেতাব। ৩টি দেশের ক্লাবের হয়ে খেলেই ট্রফি পেলেন মেসি। সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন বার্সেলোনায়। প্যারিস সাঁ-জা-র হয়ে খেলার সময়ও ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। এবার ইন্টার মায়ামির হয়ে প্রথম টুর্নামেন্ট খেলেই চ্যাম্পিয়ন হলেন। নতুন ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যেই তাঁর ১০ গোল হয়ে গেল। ইন্টার মায়ামি এখন আর মেজর লিগ সকারের দুর্বল দলগুলির মধ্যে পড়ে না। সব দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মেসি।

 

 

এই প্রথম কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ইন্টার মায়ামি। মেসির জন্যই এই সাফল্য এল। এখনও পর্যন্ত মেজর লিগ সকারে কোনও ম্যাচ খেলতে নামেননি মেসি। এবার তাঁর লক্ষ্য দলকে লিগে ভালো জায়গায় নিয়ে যাওয়া। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে সবার শেষে ইন্টার মায়ামি। মাত্র ১ ম্যাচে জয় এসেছে। তবে মেসি, বুস্কেটস, আলবা খেলতে নামলে লিগে অবস্থান বদলে যাবে বলেই আশা ইন্টার মায়ামির। লিগস কাপ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ফলে পরবর্তী টুর্নামেন্টগুলিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামবেন মেসিরা। লিগ চ্যাম্পিয়ন হতে পারলে অসাধারণ নজির গড়বেন আর্জেন্টিনার মহাতারকা।

আরও পড়ুন-

বার্সেলোনা ছাড়তে চাইনি, পিএসজি-তে যাওয়ার ইচ্ছা ছিল না, স্পষ্ট কথা মেসির

Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের

৩টি ক্লাবের হয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন, নতুন ইতিহাস পেপ গুয়ার্দিওলার

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি
Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?