আগামী বছরের বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসি-রোনাল্ডোর?
FIFA World Cup 2026: আগামী বছর কানাডা (Canada), মার্কিন যুক্তরাষ্ট্র (USA) মেক্সিকোতে (Mexico) হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। প্রথমবার জয়ের লক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

আগামী বছরই আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির দ্বৈরথ শেষ হতে চলেছে?
আগামী বছরই মেসি-রোনাল্ডোর অবসর?
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় দুই দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির লড়াই চলছে। এই দুই তারকার লড়াই উপভোগ করছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই দুই তারকার লড়াই দেখা গিয়েছে। তবে এখন তাঁরা বিশ্বের দুই প্রান্তে। রোনাল্ডো খেলছেন সৌদি আরবে এবং মেসি মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৬ সালের বিশ্বকাপের পরেই এই দুই তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা চলছে।
KNOW
ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলে খেলে নতুন নজির গড়ার পর সরে যেতে পারেন মেসি-রোনাল্ডো
ষষ্ঠবার বিশ্বকাপে মেসি-রোনাল্ডো
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেলেছেন। ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২২ সালে চ্যাম্পিয়ন হন মেসি। রোনাল্ডো এখনও বিশ্বকাপ জিততে পারেননি। তাঁর দেশ পর্তুগালও কোনওবার বিশ্বকাপ জিততে পারেনি। ৪০ বছর বয়সেও অবশ্য যথেষ্ট ফিট রোনাল্ডো। তিনি আগামী বছরের বিশ্বকাপে খেলতে তৈরি। আরও কয়েক মরসুম ক্লাব ফুটবলে খেলবেন এই তারকা। ২০২২ সালে বিশ্বকাপ জেতার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যেতে চেয়েছিলেন মেসি। তবে তিনি এখনও আর্জেন্টিনার হয়ে খেলছেন। আগামী বছরের বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন মেসি।
ফুটবল কেরিয়ারে ১,০০০ গোলের পাশাপাশি বিশ্বকাপ জেতারও স্বপ্ন দেখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নতুন লক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
স্পোর্টিং লিসবনের হয়ে খেলা শুরু করার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে তারকা হয়ে ওঠেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান এই পর্তুগিজ কিংবদন্তি। জুভেন্টাসের হয়ে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রোনাল্ডো। ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর এই তারকা যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আস-নাসরে। এখনও পর্যন্ত ৯৩৯ গোল করেছেন এই তারকা। ১,০০০ গোল করাই তাঁর লক্ষ্য। একইসঙ্গে পর্তুগালকে বিশ্বকাপ জেতানোও রোনাল্ডোর লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।
ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ারে দলগত ও ব্যক্তিগত সব সাফল্যই অর্জন করেছেন লিওনেল মেসি
কোনও সাফল্যই অধরা নেই মেসির
পেশাদার কেরিয়ারের শুরু থেকে দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলেছেন লিওনেল মেসি। তিনি এই ক্লাবকে সব সাফল্য এনে দিয়েছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছেন মেসি। তিনি সবচেয়ে বেশিবার ব্যালন ডি'অর জিতেছেন। ফলে সাফল্যের বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে এগিয়ে মেসি। তিনি বর্তমান ক্লাব দল ইন্টার মায়ামিকেও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবল খেলার সুবাদে সেখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত মেসি। এরই সুবিধা নিয়ে তিনি ফের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চান।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির অবসর নেওয়ার সময় এগিয়ে আসায় অনুরাগীরা বিমর্ষ
কবে অবসর মেসি-রোনাল্ডোর?
ইউরোপের ক্লাব ফুটবল থেকে সরে গেলেও, এখনও বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার সুবাদে রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন মেসি। ২০২৬ সালে বিশ্বকাপ জিতে মেসিকে ধরে ফেলাই রোনাল্ডোর লক্ষ্য থাকবে। আগামী বছরের বিশ্বকাপে এটাই অন্যতম আকর্ষণ হতে চলেছে। কিলিয়ান এমবাপে-সহ আরও অনেক তারকাই বিশ্বকাপে খেলবেন। তবে প্রধান আকর্ষণ অবশ্যই মেসি ও রোনাল্ডো।
বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্ত পাওয়া কঠিন
মেসি-রোনাল্ডোর পর কারা?
বিশ্ব ফুটবলে প্রায় দুই দশক ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে যে দ্বৈরথ চলছে, তার জুড়ি মেলা ভার। এই দুই তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে সেই লড়াই থেমে যাবে। অন্য ফুটবলারদের পক্ষে মেসি ও রোনাল্ডোর মতো খ্যাতি অর্জন করা কঠিন। এই দুই তারকার পরিবর্ত হিসেবে কাউকে দেখা যাচ্ছে না। পরবর্তীকালে আরও অনেকেই হয়তো তারকা হয়ে উঠবেন, কিন্তু মেসি-রোনাল্ডোর মতো হয়ে ওঠা অত্যন্ত কঠিন।

