ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনাকে 'মরু গোলাপ' বানিয়ে দিলেন পাক ফ্যাশন ডিজাইনার

গত কয়েক মাস ধরে সৌদি আরবের রাজধানী রিয়াধে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ ও সন্তানরাও সৌদি আরবে আছে। ইউরোপের চেয়ে সৌদি আরবের জীবনযাপনের ধরন আলাদা। এই জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিয়েছেন রোনাল্ডো ও জর্জিনা।

Soumya Gangully | Published : Jun 15, 2023 7:21 PM
110
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সৌদি আরবে থাকছেন, জীবনযাত্রা বদলে ফেলেছেন জর্জিনা রডরিগেজ

জীবনযাত্রা বদলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ। তাঁদের জীবনযাত্রা বিলাসবহুল। সৌদি আরবের রাজধানী রিয়াধে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন রোনাল্ডো ও জর্জিনা। 

210
জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে জর্জিনা রডরিগেজকে, অনেক লড়াই করেছেন তিনি

মডেল ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে কেরিয়ার গড়ে তুলেছেন জর্জিনা রডরিগেজ। এর জন্য অবশ্য তাঁকে অনেক লড়াই করতে হয়েছে। অনেক দুঃখ পেতে হয়েছে। তবে শেষপর্যন্ত সাফল্য পেয়েছেন জর্জিনা।

310
জর্জিনা রডরিগেজকে বদলে দিয়েছেন পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার ফরজ মনন

পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার ফরজ মনন অনেক বিখ্যাত ব্যক্তির জন্যই পোশাক তৈরি করেছেন। এবার তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী মহিলা জর্জিনা রডরিগেডের ওয়ার্ডরোবের চেহারা বদলে দিয়েছেন। 

410
জর্জিনা রডরিগেজের জন্য একাধিক চমকপ্রদ পোশাক তৈরি করে দিয়েছেন ফরজ মনন

ইউরোপে খোলামেলা পোশাক পরার সুযোগ থাকলেও, সৌদি আরবে অন্যরকম পোশাক পরতে হচ্ছে জর্জিনা রডরিগেজকে। সেই পোশাকেই চমক এনেছেন ফরজ মনন। 

510
ফরজ মননের ডিজাইনে তৈরি প্রতিটি পোশাকেই চমক ও নতুনত্বের ছোঁয়া রয়েছে

জর্জিনা রডরিগেজের জন্য পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফরজ মনন যে পোশাকগুলি তৈরি করেছেন, সবগুলিই চমকপ্রদ।

610
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদ হলে প্রতি মাসে ৮৬ হাজার পাউন্ড করে পাবেন জর্জিনা রডরিগেজ

বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকলেও, বিয়ে করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। তা সত্ত্বেও যদি তাঁদের বিচ্ছেদ হয়, তাহলে প্রতি মাসে রোনাল্ডোর কাছ থেকে ৮৬ হাজার পাউন্ড করে পাবেন জর্জিনা।

710
আপাতত বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই, দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মায়ের

সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জর্জিনা রডরিগেজের বিচ্ছেদের জল্পনা তৈরি হয়। তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না। তবে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন রোনাল্ডোর মা।

810
সম্প্রতি সবাই মিলে ম্যাতিওর জন্মদিন পালন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে ম্যাতিওর জন্মদিন উপলক্ষে সবাই একসঙ্গে আনন্দ করেন। জাঁকজমকপূর্ণভাবেই ম্যাতিওর জন্মদিন পালন করা হয়।

910
সৌদি আরবের আইনে অবিবাহিত দম্পতি একসঙ্গে থাকতে পারেন না, তবে ছাড় দেওয়া হয়েছে রোনাল্ডো-জর্জিনাকে

সৌদি আরবের আইন অনুযায়ী কোনও অবিবাহিত দম্পতিকে একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় না। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজকে একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

1010
আগামী মরসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে আরও ভালো পারফরম্যান্স দেখাতে চান রোনাল্ডো

সদ্য শেষ হওয়া মরসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন মরসুমে তিনি আরও ভালো পারফরম্যান্স দেখাতে চান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos