সংক্ষিপ্ত
কয়েক মরসুম আগেই বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার তারকাকে নিয়ে লা লিগা ও বার্সায় এখনও আলোচনা চলছে।
এ বছরই পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরত চেয়েছিলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে পুরনো ক্লাবের কথা অনেকদূর এগিয়ে গিয়েছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণেই ক্যাম্প ন্যু-তে ফেরা হল না মেসির। বাধ্য হয়েই তিনি মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। এমনই জানালেন লা লিগা প্রেসিডেন্ট হেভিয়ের তেবাস। তিনি আরও জানিয়েছেন, ২০২২-২৩ মরসুমের পর যখন প্যারিস সাঁ জা-র সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যায়, তখন তাঁর কাছে ৩টি বিকল্প ছিল। পিএসজি কর্তারা এই তারকার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চেয়েছিলেন। কিন্তু প্যারিসে থাকতে চাননি মেসি। তাঁর কাছে সৌদি প্রো লিগের কোনও ক্লাবে বিপুল অর্থের বিনিময়ে যোগ দেওয়ার প্রস্তাব ছিল। তবে পুরনো দল বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা ও চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে পুরনো ক্লাবে ফেরা হল না মেসির। এই কারণেই তিনি ইন্টার মায়ামিতে যোগ দেন।
সৌদি প্রো লিগের প্রস্তাব প্রত্যাখ্যান মেসির
মেসি যদি সৌদি আরবের কোনও ক্লাবে যোগ দিতেন, তাহলে ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই লিগে তাঁর লড়াই দেখার সুযোগ পেতেন ফুটবলপ্রেমীরা। কিন্তু ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে এশিয়ায় যোগ দিতে রাজি হননি মেসি। লোভনীয় আর্থিক প্রস্তাবও তাঁকে টলাতে পারেনি। মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নেন এই তারকা। তাঁকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইন্টার মায়ামিকে প্রথম ট্রফি জিতিয়েছেন মেসি। নতুন মরসুমেও দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য এই তারকার।
হংকংয়ে না খেলায় বিতর্কে মেসি
প্রি-সিজন ম্যাচে হংকং একাদশের বিরুদ্ধে না খেলায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেসি। সোশ্যাল মিডিয়ায় চিনের ফুটবলপ্রেমীরা ইন্টার মায়ামি তারকার আচরণের নিন্দা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: বিদেশি ষড়যন্ত্রে হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি! বিস্ফোরক অভিযোগ চিনের
Football News: ফুটবলে চালু হচ্ছে নতুন রঙের কার্ড, বদলাচ্ছে খেলার নিয়ম
Suryakumar Yadav: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় সূর্যকুমারের