সংক্ষিপ্ত

কিশোর বয়স থেকে বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি এখন ইন্টার মায়ামির হয়ে খেললেও, বার্সেলোনার প্রতি আবেগ রয়েছে।

বার্সেলোনার হয়ে খেলার সময় প্রধান শত্রু ছিল রিয়াল মাদ্রিদ। বহুবার রিয়ালকে কাঁদিয়ে ছেড়েছেন। মাঠে অনেকবার রিয়ালের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। কিন্তু এবার সেই রিয়াল মাদ্রিদেরই প্রশংসা করলেন লিওনেল মেসি। তিনি রিয়ালকে এখন বিশ্বের সেরা ক্লাব দল হিসেবে চিহ্নিত করেছেন। সম্প্রতি জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫-তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছে রিয়াল। ইউরোপের সেরা ক্লাব ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের নিরিখে রিয়ালের ধারেকাছে কোনও দল নেই। বার্সার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। কিন্তু তাঁরা রিয়ালের মতো সাফল্য পাননি। এই কারণেই রিয়ালের শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছেন মেসি।

রিয়ালের উচ্ছ্বসিত প্রশংসায় মেসি

একটি সাক্ষাৎকারে রিয়ালের প্রশংসা করে মেসি বলেছেন, ‘যদি আমাকে সেরা দলের কথা বলতে হয়, তাহলে রিয়াল মাদ্রিদের কথাই বলব। কারণ, ওরা গত চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ওরা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। যদিও গত মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি, তবে তার আগের মরসুমে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। যদি ফলের কথা বলতে হয়, তাহলে রিয়াল মাদ্রিদই সেরা। তবে যদি খেলার কথা বলতে হয়, তাহলে আমি পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিকে পছন্দ করি। গুয়ার্দিওলা যে দলের সঙ্গেই যুক্ত থাকেন, সেই দল বিশেষ হয়ে ওঠে। তিনি যেভাবে কোচিং করেন এবং দলকে খেলান, তার ফলেই দল বিশেষ হয়ে ওঠে। আমার কাছে সিটির খেলাই সবচেয়ে ভালো, কিন্তু ফলের নিরিখে সেরা মাদ্রিদ।’

কোপা আমেরিকার জন্য তৈরি হচ্ছেন মেসি

২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেন মেসি। এরপর ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবারও কোপা আমেরিকার জয়ের লক্ষ্যে খেলতে নামবেন মেসিরা। তাঁরা এবারের কোপা আমেরিকায় ফেভারিট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রিয়াল মাদ্রিদে সই করেই বিস্ফোরক এমবাপে, বিঁধলেন পুরনো ক্লাব পিএসজিকে

অপেক্ষার অবসান, কিলিয়ান এমবাপের নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ

UEFA Champions League: সুযোগ নষ্টের খেসারত বরুশিয়া ডর্টমুন্ডের, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মাদ্রিদের