চোট কাটিয়ে কবে থেকে মাঠে ফিরছেন মেসি? অনুশীলনে যোগ দেবেন কয়েকদিনের মধ্যেই, বিস্তারিত জানুন

Published : Aug 24, 2024, 07:33 PM IST
Lionel Messi Argentina

সংক্ষিপ্ত

অবশেষে মাঠে ফিরছেন মেসি? চোট সারিয়ে এবার অনুশীলনে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)।

অবশেষে মাঠে ফিরছেন মেসি? চোট সারিয়ে এবার অনুশীলনে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)।

প্রসঙ্গত, কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে চোট পান আর্জেন্টিনা অধিনায়ক ‘এলএম-১০’। আর তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, খুব তাড়াতাড়ি মেসি ক্লাবের অনুশীলনে যোগ দিতে চলেছেন।

অর্থাৎ, মেজর লিগ সকার মরশুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে চলেছেন লিওনেল মেসি। উল্লেখ্য, চোটের জন্য গত ১৪ জুলাই থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ইন্টার মিয়ামির হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামতে পারেননি মেসি।

তবে এখন তিনি অনেকটাই ফিট। কয়েকদিনের মধ্যেই যোগ দেবেন ক্লাবের অনুশীলনে। ইন্টার মিয়ামির কোচ মার্টিনোর কথায়, “মেসি অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই অনুশীলনে ফিরবে ও। তবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে, ঠিক কবে থেকে অনুশীলন শুরু করবে মেসি।”

অন্যদিকে, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মেসির চোট পাওয়া নিয়ে মার্টিনো বলেন, “ফুটবলে যে কোনও সময় চোট লাগতে পারে। তবে এটা খেলারই একটা অংশ। আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি এইসব কিছুর জন্যই। তাই এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি এবং পরিকল্পনা রাখতেই হয় আমাদের।”

ইন্টার মিয়ামি সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৩-৪ দিন ধরেই ফিটনেস ঠিক করার জন্য জোরদার অনুশীলন করছেন মেসি। এমনকি, জিমে তাঁর কোনও সমস্যাও হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

যদিও মেসি দলে না থাকলেও ইন্টার মিয়ামি বেশ ছন্দেই রয়েছে। মেজর লিগ সকারে মোট ২৫টি ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট ঘরে তুলেছে তারা। কার্যত, প্লে-অফ খেলা নিশ্চিত করে ফেলেছে তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?