Lionel Messi: চুক্তি বৃদ্ধি 'এলএম১০'এর, আরও তিন বছর ইন্টার মায়ামিতেই খেলবেন মেসি

Published : Oct 24, 2025, 01:50 PM ISTUpdated : Oct 24, 2025, 02:13 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Lionel Messi: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বৃদ্ধি লিওনেল মেসির। ইতিমধ্যেই ক্লাবের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২০২৮ সাল পর্যন্ত, ইন্টার মায়ামিতেই থাকছেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান 'এলএম১০'।

Lionel Messi: মেসি থাকছেন ইন্টারে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বৃদ্ধি লিওনেল মেসির (lionel messi contract extension inter miami)। ইতিমধ্যেই ক্লাবের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২০২৮ সাল পর্যন্ত, ইন্টার মায়ামিতেই থাকছেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান 'এলএম১০' (lionel messi contract renewal)।

মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি

অর্থাৎ, আবারও মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে মেসিকে। ক্লাবের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘ইন্টার মায়ামির তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে, তারা ক্লাবের অধিনায়ক এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী তথা বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওমেল মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে।’’

 

 

এই প্রসঙ্গে মেসি জানিয়েছেন, "এই ক্লাবে থাকতে পেরে এবং চুক্তি বৃদ্ধি করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমরা সবাই এটা ভেবেই উত্তেজিত যে, অবশেষে ইন্টার মায়ামির ফ্রিডম পার্কে খেলতে পারব। এই মুহূর্তটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা সবাই।’’

প্লে-অফে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলেছে তারা?

প্রসঙ্গত, গত ২০২৩ সালে, পিএসজি থেকে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেন। অন্যদিকে, এই মরশুমে মোট ২৯টি গোল করেছেন মেসি। ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে শেষ করেছে মায়ামি এবং প্লে-অফে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলেছে তারা।

আর সেই সুবাদেই, আবারও মেসির উপরেই ভরসা রাখল ক্লাব। মেসি থাকছেন ইন্টারেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিলেন লিওনেল মেসি। ক্লাবের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২০২৮ সাল পর্যন্ত, ইন্টার মায়ামিতেই থাকতে চলেছেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান 'এলএম১০'।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল