আল-নাসরের বিরুদ্ধে অসাধারণ লড়াই, ম্যাচ হারলেও মন জয় করে নিল এফসি গোয়া

Published : Oct 23, 2025, 12:08 AM IST
FC Goa vs Al-Nassr

সংক্ষিপ্ত

AFC Champions League Two: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে এখন ভারতের একমাত্র প্রতিনিধি এফসি গোয়া (FC Goa)। বুধবার ফতোরদায় (Fatorda) আল-নাসর এফসি-র (Al-Nassr FC) বিরুদ্ধে অসাধারণ লড়াই করল এফসি গোয়া।

DID YOU KNOW ?
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচে আল-নাসর এফসি-র বিরুদ্ধে অসাধারণ লড়াই করল এফসি গোয়া।

FC Goa vs Al-Nassr FC: ঘরের মাঠ ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সতীর্থদের বিরুদ্ধে অসাধারণ লড়াই করলেন সন্দেশ ঝিঙ্গানরা (Sandesh Jhingan)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের (AFC Champions League Two) ম্যাচে সৌদি প্রো লিগের (Saudi Pro League) দল আল-নাসর এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ১-২ গোলে হেরে গেল এফসি গোয়া। প্রথমার্ধেই ম্যাচের তিন গোল হয়ে যায়। ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান (Brazilian) তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল (Ângelo Gabriel)। এরপর ২৭ মিনিটে ব্যবধান বাড়ান সৌদি আরবের (Saudi Arabia) ফুটবলার হারুনে কামারা (Haroune Camara)। ৪১ মিনিটের মাথায় এফসি গোয়ার হয়ে গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ (Brison Fernandes)। দ্বিতীয়ার্ধে লড়াই করেও সমতা ফেরাতে পারল না এফসি গোয়া। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে লাল কার্ড দেখেন এফসি গোয়ার স্প্যানিশ (Spanish) মিডফিল্ডার ডেভিড তিমোর (David Timor)। এরপর ম্যাচে আর কোনও ঘটনা ঘটেনি।

মন জয় করল এফসি গোয়া

আল-নাসরের বিরুদ্ধে হেরে গেলেও, এফসি গোয়ার লড়াই মন জয় করে নিল। ভারতীয় ফুটবলকে গর্বিত করলেন ব্রাইসনরা। এদিন এফসি গোয়ার প্রথম একাদশে ছিলেন না ব্রাইসন। ২৫ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ স্ট্রাইকার হেভিয়ের সিভেরিও (Javier Siverio)। তাঁর পরিবর্তে মাঠে নামেন ব্রাইসন। তিনিই গোল করে দলকে লড়াইয়ে ফেরান। দ্বিতীয়ার্ধে আল-নাসরের হয়ে মাঠে নামেন সেনেগালের (Senegal) তারকা সাদিও মানে (Sadio Mané)। তবে তাঁর পক্ষে গোল করা সম্ভব হয়নি।

৫ নভেম্বর ফের লড়াই

৫ নভেম্বর রিয়াধের (Riyadh) আল-আওয়াল পার্কে (Al -Awwal Park) ফিরতি ম্যাচে আল-নাসরের মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। সেই ম্যাচে খেলতে পারেন রোনাল্ডো। তাঁর বিরুদ্ধে লড়াই করার সুযোগ পেতে পারেন সন্দেশরা। সেটা হলে ভারতীয় ফুটবলের পক্ষে চমকপ্রদ ঘটনা ঘটবে। খুব কম ভারতীয় ফুটবলারই বিশ্ব ফুটবলের প্রথমসারির তারকাদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আল-নাসর এফসি-র বিরুদ্ধে জোড়া গোল হজম করলেও, ১ গোল করল গোয়া।
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-র বিরুদ্ধে লড়াই করে ১-২ হেরে গেল এফসি গোয়া।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল