Yohaan Benjamin: ইতিহাস গড়লেন ভারতের তরুণ ফুটবলার ইয়োহান বেঞ্জামিন। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের এই ফুটবলার প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে উয়েফা ইউথ লিগে খেলতে নামলেন (yohaan benjamin football player)। পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভেনিয়ার দল এনকে ব্র্যাভোর জার্সি গায়ে নামেন তিনি (yohaan benjamin indian footballer)।
এই ম্যাচটি ছিল বুধবার। দলের প্রথম একাদশে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডারটি। খেলার ৭৯ মিনিট পর্যন্ত, খেলেন বেঞ্জামিন। যদিও ৪-০ গোলে পরাস্ত হয় তাঁর দল। আগামী ৫ নভেম্বর, অ্যাওয়ে ম্যাচে আবারও এফসি পোর্তোর বিরুদ্ধে খেলতে নামবেন ইয়োহান বেঞ্জামিনরা।
অল্প বয়সেই শিলং লাজংয়ের অ্যাকাডেমিতে যোগ দেন দেশের তরুণ এই উইঙ্গার। এরপর শিলং লাজংয়ের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়েও তিনি মাঠে নামেন। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১৩টি ম্যাচ খেলে তাঁর নামের পাশে রয়েছে ৯টি গোল।
তার মধ্যে আবার অনূর্ধ্ব-১৭ যুব লিগের ৬টি গোলও রয়েছে। অপরদিকে, চলতি ২০২৫ সালে, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চারটি ম্যাচে খেলেন ইয়োহান বেঞ্জামিন। সেই দলই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ট্রফি জেতে।
প্রসঙ্গত, দেশের হয়ে ভালো খেলার সুবাদে, স্লোভেনিয়ান ক্লাব এনকে ব্রাভোর ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ চলে আসে ইয়োহান বেঞ্জামিনের সামনে। তারপরেই ইউরোপে যান ১৮ বছর বয়সী বেঞ্জামিন এবং যোগ দেন এনকে ব্রাভোর অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে। স্লোভেনিয়ান যুব লিগ ও নেক্সটজেন লিগায় চারটি ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। এমনকি, দুটি গোলও করেছেন।
এদিকে আবার গত মরশুমে, স্লোভেনিয়ার যুব লিগ চ্যাম্পিয়ন হয়ে উয়েফা ইউথ লিগে খেলার যোগ্যতা অর্জন করে এনকে ব্রাভো। সেই লিগে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে মাঠে নামার নয়া নজির গড়ে ফেলেছেন ইয়োহান বেঞ্জামিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।