স্বাগত জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, হায়দরাবাদে মেসির জন্য বাড়তি নিরাপত্তা

Published : Dec 13, 2025, 07:55 PM IST
lionel messi india goat tour

সংক্ষিপ্ত

Lionel Messi GOAT India Tour: ভারত সফরে এসে প্রথমে পা রেখেছিলেন কলকাতায় (Kolkata)। তারপর হায়দরাবাদে (Hyderabad) পৌঁছে গেলেন লিওনেল মেসি। কলকাতায় চরম বিশৃঙ্খলার পর হায়দরাবাদে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

DID YOU KNOW ?
কলকাতায় বিশৃঙ্খলা চরমে
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা যায়। ভাঙচুর চালান দর্শকরা।

Lionel Messi Hyderabad Tour: ভারত সফরে এসে কলকাতার (Kolklata) পর হায়দরাবাদে পৌঁছে গেলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে আছেন ইন্টার মায়ামির (Inter Miami FC) সতীর্থ লুই সুয়ারেজ (Luis Suarez) ও রডরিগো ডে পল (Rodrigo De Paul)। হায়দরাবাদে পৌঁছনোর পর ফলনামা প্যালেসে (Falaknuma Palace) নিয়ে যাওয়া হয় মেসিদের। সেখানে তাঁদের স্বাগত জানান তেলঙ্গানারা মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি (Telangana Chief Minister A Revanth Reddy)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) মেসির অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে হায়দরাবাদে বাড়তি সতর্কতার ব্যবস্থা করেছে পুলিশ-প্রশাসন। মেসির সম্মানে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) এক প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। সেখানে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ছাড়াও আমন্ত্রিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi)। প্রদর্শনী ফুটবল ম্যাচের পাশাপাশি নাচ-গানের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।

সতর্ক হায়দরাবাদ পুলিশ

মেসির সফর প্রসঙ্গে হায়দরাবাদ পুলিশের (Hyderabad City Police) ডিজি বি শিবধর রেড্ডি (B Shivadhar Reddy) জানিয়েছেন, ‘কলকাতার অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করা হয়েছে। হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি। নির্দিষ্ট অনুমতিপত্র ভালো করে খতিয়ে না দেখে কাউকে মেসির ধারেকাছে যেতে দেওয়া হবে না।’

হায়দরাবাদে রাত কাটাবেন মেসি

শনিবার রাতে হায়দরাবাদের ফলকনামা প্যালেসে থাকবেন মেসি। সেখানে রাজনীতি, চলচ্চিত্র ও শিল্প জগতের বহু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। রবিবার হায়দরাবাদ থেকে মুম্বইয়ে (Mumbai) যাবেন মেসি। সেখানে নানা অনুষ্ঠান রয়েছে। তারপর সোমবার দিল্লি যাবেন এই মহাতারকা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারত সফরে এসে কলকাতার পর হায়দরাবাদে লিওনেল মেসি।
ভারত সফরে এসে প্রথমে কলকাতায় রাত কাটানোর পর হায়দরাবাদে দ্বিতীয় রাত কাটাচ্ছেন লিওনেল মেসি।
Read more Articles on
click me!

Recommended Stories

'আমাদের কিছুই জানানো হয়নি,' কলকাতায় মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় এড়াল এআইএফএফ
লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত