Lionel Messi: ১৪ বছর পর ভারত সফরে এসে লিওনেল মেসি প্রথমে পা রাখেন কলকাতাতেই (Kolkata)। কিন্তু শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) তাঁর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা গেল।

DID YOU
KNOW
?
মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা
শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খবা দেখা গেল। স্টেডিয়ামে ভাঙচুর চালালেন দর্শকরা।

Lionel Messi Kolkata Tour: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হল, তার দায় বেসরকারি সংস্থার উপর চাপিয়ে দায় এড়িয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। পশ্চিমবঙ্গে ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-ও (Indian Football Association, West Bengal) এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছে। আইএফএ-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, 'রাজ্য ফুটবল সংস্থা আইএফএ আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনাবলী প্রসঙ্গে গভীর ভাবে উদ্বিগ্ন। আইএফএ সুস্পষ্ট ভাবে জানাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি, লুই সুয়ারেজ (Luis Suárez) ও রদ্রিগেজ ডি পল-কে (Rodrigo de Paul) নিয়ে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবেই একটি বেসরকারি সংস্থার উদ্যোগ। আইএফএ কোনওভাবেই এই উদ্যোগে জড়িত ছিল না। কেউ এই উদ্যোগ নিয়ে আইএফএ-র অনুমতি বা পরামর্শ নেয়নি। আমরা সমস্ত ক্রীড়ামোদী মানুষকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি।'

দায় নিচ্ছে না এআইএফএফ

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, তাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসি, লুই সুয়ারেজ, রডরিগো ডি পলকে দেখার জন্য গিয়েছিলেন হাজার হাজার অনুরাগী। এটা ছিল এক বেসরকারি অনুষ্ঠান। এক জনসংযোগ বিষয়ক সংস্থা এই অনুষ্ঠান আয়োজন করেছিল। এই অনুষ্ঠান আয়োজন, পরিকল্পনা বা বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনওভাবেই যুক্ত ছিল না এআইএফএফ। এই অনুষ্ঠানের বিষয়ে এআইএফএফ-কে কিছুই জানানো হয়নি। ফেডারেশনের কাছ থেকে ছাড়পত্রও চাওয়া হয়নি। এই অনুষ্ঠানে যাঁরা হাজির ছিলেন তাঁদের সবার কাছে আমাদের আবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করুন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখুন। সবার সুরক্ষা ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Scroll to load tweet…

গ্রেফতার শতদ্রু দত্ত

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার ঘটনায় মেসিকে কলকাতায় নিয়ে আসার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।