
Lionel Messi in Hyderabad: কলকাতা (Kolkata) যা করে দেখাতে পারেনি, তা অনায়াসে করে দেখাল হায়দরাবাদ। শনিবারের বারবেলায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেলেও, সম্পূর্ণ উল্টো ছবি হায়দরাবাদের উপ্পলে (Uppal) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium)। সেখানেও হাজার হাজার দর্শক ছিলেন। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি (Telangana hief Minister Anumula Revanth Reddy), লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ছিলেন। কিন্তু কোনও সমস্যা হয়নি। দর্শকরা গ্যালারি থেকে ভালোভাবেই মেসিকে দেখতে পেয়েছেন। রাহুলের সঙ্গে কথা বলেন মেসি। তিনি মাঠে নেমে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে বল দেওয়া-নেওয়া করেন। মেসির সঙ্গে মাঠে নামেন তাঁর দুই সতীর্থ লুই সুয়ারেজ (Luis Suárez) ও রডরিগো ডে পল (Rodrigo De Paul)।
হায়দরাবাদের দর্শকদের উদ্দেশ্যে মেসি বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আসার আগে আমি অনেককিছু দেখেছি। গত বিশ্বকাপের (FIFA World Cup 2022) সময় এবং তারপরেও আপনাদের ভালোবাসার পরিচয় পেয়েছি। এই স্নেহ-ভালোবাসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভারতে এসে আপনাদের সঙ্গে দিন কাটাতে পারা আমাদের কাছে সম্মানের ব্যাপার। আমি অত্যন্ত কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানাই।’
শনিবার সন্ধেবেলা উপ্পল স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ ছিল। দর্শকদের অনেকের পরনেই আর্জেন্টিনার জার্সি ছিল। অনেকে আবার ইন্টার মায়ামির (Inter Miami CF) জার্সি পরে এসেছিলেন। 'মেসি-মেসি' গর্জনে উত্তাল হয়ে ওঠে স্টেডিয়াম। অসাধারণ দৃশ্য দেখা যায়। কলকাতার ফুটবলপ্রেমীরা এই দৃশ্য দেখে লজ্জিত হচ্ছেন। হায়দরাবাদ ভারতীয় ফুটবলের মানচিত্রে অনুজ্জ্বল। কিন্তু মেসি, সুয়ারেজ, ডে পলরা যে দৃশ্য দেখলেন, তাতে তাঁদের কাছে কলকাতার চেয়ে হায়দরাবাদকেই এগিয়ে রাখছেন। 'আত্মঘাতী বাঙালি' ফুটবল মাঠেও সম্মান খুইয়ে বসল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।